স্কুল চলাকালীন সময়ে স্কুল বন্ধ রাখা হয়েছে কার স্বার্থে?

Picsart_22-08-04_15-12-56-822.jpg

স্কুল চলাকালীন সময়ে স্কুল বন্ধ রাখা হয়েছে কার স্বার্থে?

সাগর চৌধুরীঃ শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। ভোলা জেলার লালমোহন উপজেলার চরটিটিয়া এম নাজিউর রহমান সরকারী প্রথমিক বিদ্যালয়টি প্রায়ই বন্ধ থাকে। আজ (৪আগষ্ট বৃহস্পতিবার ২০২২) সকাল ১০টা থেকে ১১টায় স্কুলে গেলে স্কলটি বন্ধ পাওয়া যায়। কেন বন্ধ? শিক্ষকগনই বা কোথায় কেউ জানে না।

স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রথমিক বিদ্যালয়ের তদারকি করেন না উপজেলা প্রথমিক শিক্ষা অফিস। শিক্ষকদের সাথে যোগসাজশ করে প্রতিষ্ঠানের জন্য সরকারি বরাদ্দ নয়ছয় করার অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় স্কুলের ছাত্রচাত্রীদের অভিভাবকগণ অভিযোগ করে বলেন, স্কুল চলাকালীন সময়ে স্কুল বন্ধ রাখা হয়েছে কার স্বার্থে? স্কুলের শিক্ষকগণ স্কুলে কেন অনুপস্থিত? এই প্রশ্নের উত্তর খুঁজতে স্কুলে গেলেও পাওয়া যায় নি প্রতিষ্ঠানটির কাউকে।

আরও সংবাদ পড়ুন

আরও সংবাদ পড়ুন।

https://wnews360.com/archives/51312

আরও সংবাদ পড়ুন।

https://wnews360.com/archives/51280

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top