ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা নুরে আলমের দাফন সম্পন্ন

Picsart_22-08-03_15-23-54-655.jpg

ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা নুরে আলমের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধিঃ ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে তার লাশ ভোলা এসে পৌঁছায়। চরনোয়াবাদ এলাকায় আলতাজের রহমান কলেজ মাঠে রাত ১০টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাযে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে নুরে আলম এর লাশ ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় আসলে হাজারো নেতা-কর্মী তাকে এক নজর দেখার জন্য রাস্তার দু’পাশে অবস্থান নেয়। এরপর ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে শতাধিক মোটরসাইকেলের বিশাল গাড়িবহর এবং বিএনপি ও তার সকল অঙ্গ-সংগঠনের প্রায় ৫-৬ হাজার নেতা-কর্মীর সমন্বয়ে লাশবাহী গাড়ি ভোলায় আনা হয়। এ সময় রাস্তার দু’পাশে উৎসুক জনতার ভীড় দেখা যায়।

নুরে আলমের লাশবাহী গাড়ী ইলিশা বাসস্ট্যান্ড, নতুন বাজার, বাংলাস্কুল মোড় হয়ে বিএনপির পার্টি অফিসের সামনে গিয়ে থামে। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন তার দীর্ঘদিনের সহযোদ্ধাগণ। তখন এক হৃদয় বিদারক অবস্থার অবতারণ ঘটে। এখানে কিছুক্ষণ অবস্থানের পর তার লাশ নেয়া হয় বাড়িতে। সেখানেও স্বজনদের আহাজারীতে আকাশ-বাতাশ ভারী হয়ে যায়। কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা। বাড়ী থেকে তার লাশ আনা হয় আলতাজের রহমান কলেজ মাঠে জানাজা নামাজের জন্য।

কলেজ মাঠে আগ থেকে অবস্থান নেয় বিএনপি ও তার সকল অঙ্গ-সংগঠন এবং আওয়ামীলীগ-বিএনপি-জামায়াত ও দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৮-১০ হাজার মানুষ। জানাজা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল, নিহতের বড় ভাই আবুল কালাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য নুরুল ইসলাম নয়ন, হায়দার আলী লেলিন, সাবেক ছাত্রনেতা মোক্তার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, থানা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সহ-সভাপতি মুনতাছির আলম রবিন চৌধুরী, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনসহ বিএনপি ও তার সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী। জানাযার নামাজ পড়ান চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেন।

জানাযা নামাজ শেষে ছাত্রদল সভাপতিকে চোখের পানিতে শেষ বিদায় জানান।

আরও সংবাদ পড়ুন।

ভোলায় বিএনপি’র নেতা কর্মীদের দফায় দফায় গুলিবর্ষন; নিহত একজন

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিন পৌর বিএনপি’র মনিরুজ্জামান কবির সহ তিন জনকে আটক করে – বোরহানউদ্দিন পুলিশ

আরও সংবাদ পড়ুন।

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top