সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। ফাইল ছবি।
অপরাধ প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে ১৪ মে তাঁকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষে তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এ রিমান্ড কার্যকর হয় ২০ মে থেকে।
১২ এপ্রিল এ মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তাপস চন্দ্র পন্ডিত।
ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করেন। ১ অক্টোবর জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট শেখ মেহেদী হাসান জুনায়েদ একটি মিছিলে অংশগ্রহণ করেন। ওইদিন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় ছাত্র-জনতার ওপর আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে।
আসামিদের ছোঁড়া বুলেটে ঘটনাস্থলে ভিকটিম শেখ মেহেদী হাসান জুনায়েদের মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ভিকটিমকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা হয়।
আরও সংবাদ পড়ুন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পুলিশ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করেছেন
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
জুলাইয়ের পরাজিত শক্তির বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
জনগণের আস্থা অর্জনে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন – আইজিপি
আরও সংবাদ পড়ুন।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে আইজিপি
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
৫ আগস্টের পর পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ,বাতিল হচ্ছে পাসপোর্ট, হবে মামলাও
আরও সংবাদ পড়ুন।
১৭টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ২৭৭ রাউন্ড গুলিসহ ৫জনকে গ্রেফতার করেছে নোয়াখালী জেলা পুলিশ
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জনসম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।