বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়ায় নদীতে পুলিশের উপর হামলা করেছে অবৈধভাবে ইলিশ মাছ শিকারিরা; ২টি নৌকা জব্দ ও একজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকা সদস্যরা।
সাগর চৌধুরীঃ আজ রবিবার (২৭ অক্টোবর ২০২৪) সরকারের নিষিদ্ধ ঘোষিত সময়ে মা ইলিশ ধরার অভিযোগে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা সদস্যরা ২টি নৌকায় প্রায় ২০-২৫ জন ব্যক্তিগনকে তেতুলিয়া নদীতে ইলিশ ধরতে দেখেন।
অপরাধীদের ধরতে সঙ্গীয় ৩ জন পুলিশ সদস্য ও নিরস্ত্র ৫ জন কর্মকর্তা-কর্মচারী মিলে দুটি দুর্বৃত্ত দলকে তাড়া করার সময় সঙ্গীয় পুলিশ সদস্যসহ অভিযান পরিচালনা কারী টিমের উপর আক্রমণ করে অবৈধভাবে ইলিশ মাছ শিকারিরা।
তাদের আক্রমণে বোরহানউদ্দিন থানার এএসআই হেলাল আহত হয়েছেন। তাঁর কাঁধে নৌকার বৌঠার আঘাতপ্রাপ্ত হয়েছে। একজন পুলিশ সদস্য এর আঙুল ফেটে যায়।
এমত পরিস্থিতিতে সাহসীকতার সহিত দুর্বৃত্তদের তাড়া করে ২টা নৌকা জব্দ ও একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানো হয় এবং বেশির ভাগ অপরাধী পালিয়ে যাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা’কে ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহানউদ্দিন থানা বরাবর লিখিত অভিযোগ নির্দেশ দেওয়া হয়েছে।
বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক ও বোরহানউদ্দিন উপজেলা এসি ল্যান্ড মোঃ মেহেদি হাসান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান কাছে জানতে চাইলে তিনি জানান, নিয়মিত মামলা হয়েছে। মামলার নাম্বার ২৩ তাং (২৮ অক্টোবর ২০২৪) সেই মামলায় একজন আসামী আটক করেছে, তার নাম মোঃ শাকিল। এছাড়া আরও অনেকের নাম আছে। তদন্তের স্বার্থে আমরা তাদের নাম প্রকাশ করছি না।
আরেক প্রশ্নের জবাবে মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, আহত দুই পুলিশ সদস্য আগের চেয়ে ভালো আছেন। তাদের চিকিৎসা চলছে,আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে মৎস্য অভিযানে জাল পুড়িয়ে ধ্বংস; দু’লক্ষ দুই হাজার টাকা নৌকা বিক্রি
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে ৩টি বেহুন্দি ও ৫০০০ মিটার চরঘেরা জাল জব্দ
আরও সংবাদ পড়ুন।
ভোলায় দেশীয় পাঙ্গাসের পোনা রক্ষায় সংস্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
৭০ টি অবৈধ মশারি জাল, ৫০০ টি অবৈধ খুঁটি জাল, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
আরও সংবাদ পড়ুন।
ভোলার যাত্রীবাহী লঞ্চ ফারহান – ৯ এ থেকে ৮৫ মণ মাছ জব্দ – কোস্টগার্ড দক্ষিণ জোন
আরও সংবাদ পড়ুন।
ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলায় : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আরও সংবাদ পড়ুন।