আজ ভোলায় দেশীয় পাঙ্গাসের পোনা রক্ষায় সংস্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ।
সাগর চৌধুরীঃ আজ শুক্রবার (১৭ মে ২০২৪) বিকালে দেশীয় পাঙ্গাাসের পোনা রক্ষায় সংস্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে, ভোলা জেলা মৎস্য অফিস।
ভোলা সদর উপজেলার তুলা তলি মাছঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে মতবিনিময় সভায় পাঙ্গাসের পোনা রক্ষায় সংস্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত শোনেন মৎস্য বিভাগের সিনিয়র মৎস্য কর্মকর্তাগণ।
ভোলা জেলার মৎস্য প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগণ, ভোলায় দায়িত্ব পালন কারী গণমাধ্যম কর্মীরাও আজকের সভায় তাদের মতামত জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ।
আজকের সভায় সভাপতিত্ব করেন, ভোলা জেলার নবাগত মৎস্য কর্মকর্তা বিশ্ব জিৎ কুমার দেব।
দেশীয় পাঙ্গাাসের পোনা রক্ষায় সংস্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, তজুমদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।
আজকের মতবিনিময় সভা শেষে মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ পাঙ্গাাসের পোনা নিধন কারী বাঁশের চাই ও ফাঁদে ফেলার মাছের খাবার আটক করা হয়। সেই চাই ও মাছরর খাবার নদীর তীরে বিনষ্ট করা হয়।
দেশীয় পাঙ্গাাসের পোনা রক্ষায় সংস্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় দৌলতখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন সঞ্চালনা করেন।
আজকের মতবিনিময় সভার সার্বিক সহযোগিতায় ছিলো – ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্প।
আরও সংবাদ পড়ুন।
ভোলায় ইলিশ আহরণের জন্য ৩২ টি সুতার ইলিশ জাল বিতর করেন – সচিব মোহাং সেলিম উদ্দিন
আরও সংবাদ পড়ুন।
দৌলতখানের মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ১৫ জেলে আটক; ১ মাসের জেল প্রত্যেকের
আরও সংবাদ পড়ুন।
মোহাং সেলিম উদ্দিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন
আরও সংবাদ পড়ুন।
৭০ টি অবৈধ মশারি জাল, ৫০০ টি অবৈধ খুঁটি জাল, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
আরও সংবাদ পড়ুন।
মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী