৭০ টি অবৈধ মশারি জাল, ৫০০ টি অবৈধ খুঁটি জাল, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করেছে ভোলা জেলা মৎস্য দপ্তর।
জেলা প্রতিনিধিঃ (২১ ডিসেম্বর ২০২৩) ভোলা জেলার মেঘনা নদীতে এক অভিযান পরিচালনা করে। জেলা মৎস্য দপ্তর, ভোলা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, ভোলা সদর এবং নৌ-পুলিশের যৌথ অভিযানে ৭০ টি অবৈধ মশারি জাল, ছোট বড় মিলিয়ে প্রায় ৫০০ টির মতো খুঁটি এবং প্রায় ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে প্রাপ্ত প্রায় ৫০ কেজি জাটকা ও অন্যান্য মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
ভোলা জেলা মৎস্য অফিসার, মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানে অংশ গ্রহণ করেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ভোলা সদর এ.এফ.এম. নাজমুস সালেহীন ও উপজেলা টিমের সদস্যবৃন্দ এবং নৌ-পুলিশের সদস্যরা।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।