বোরহানউদ্দিনে চলছে বাগদা ও গলদা রেনু পোনা বিক্রির মহাউৎসব
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের সীমান্তবর্তী মেঘনা নদী থেকে বাগদা ও গলদা রেনু ধরা হচ্ছে।
বড় মানিকা ইউনিয়নের আলীমুদ্দিন বাংলা বাজার এলাকায় বাগদা ও গলদা রেনু ধরা হচ্ছে। বিক্রী করছে বেড়িবাঁধের উপরই।
স্থানীয়দের অভিযোগ, আলিমুদ্দিন বাংলাবাজার ঘাটের অবৈধ চিংড়ি রেনু বিক্রি হচ্ছে , বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অফিস, নৌপুলিশ, স্থানীয় উপজেলা প্রশাসন সবার সামনেই অবৈধভাবে গলদা রেনু পোনা বিক্রী করা হচ্ছে। কেউ কেন ব্যবস্থা গ্রহন করছে না।
বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন সংলগ্ন আলীমুদ্দিন বাংলা বাজার এলাকায় বাগদা ও গলদা রেনু ধরছে ও বিক্রি করছে। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেন না। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরের মত এবারও আতিক বাগদা ও গলদা রেনু’র ব্যবসা করছে।
তবে, স্থানীয়দের অভিযোগ, আতিক মেম্বার পদে বড়মানিকা ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে নির্বাচন করেছে। তিনি আরও অনেক অবৈধ ব্যবসা করেন।
ভিডিও দেখুন।