আজ থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সবাইকে নিষেধাজ্ঞা সময়ে সরকারের আইন মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
সাগর চৌধুরীঃ মা ইলিশ রক্ষায় আজ (১৩ অক্টোবর ২০২৪) থেকে (৩ নভেম্বর২০২৪) পর্যন্ত এ মাছ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পূর্ণিমা ও অমাবস্যার সঙ্গে মিল রেখে বিশেষজ্ঞদের ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা কার্যকরে নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যাবসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখবে, যেন কেউ ইলিশ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও বিপণন করতে না পারে।
বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা ভোলার সবকয়টি উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে এই নিষেধাজ্ঞার আওতা ভুক্ত।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্ব জিৎ কুমার দেব অভিযান সম্পর্কে আজ সকালে বলতে গিয়ে বলেন, ভোলা জেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ১৬টি টিম ২৪ ঘন্টা টহল অবস্থায় থাকবে।
আরেক প্রশ্নে বিশ্ব জিৎ কুমার দেব বলেন, আমাদের সকল ধরনের কার্যক্রম চলমান থাকবে। সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি পয়েন্টে দায়িত্ব পালন করবে। একই সাথে মা ইলিশ রক্ষায় সকলের সহযোগিতা চাই।
ভোলা জেলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান আজ সকালে বলেন, মা ইলিশ রক্ষায় জেলেদের নদী থেকে মাছ ধরা থেকে বিরত রাখব। সচেতনতা বৃদ্ধি করব। যদিও আমরা গতকয়েক দিন প্রচার ও প্রচারনা করেছি। এছাড়াও আমরা প্রতিটি উপজেলায় ভ্রাম্যামন আদালত দিয়ে ইতিমধ্যে টিম গঠন করে দিয়েছি।
অপর এক প্রশ্নে আজাদ জাহান বলেন, এছাড়াও জেলা প্রশাসন জেলার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে
প্রতিটি স্পষ্টে থাকার নির্দেশ দিয়েছে। তারপরও কেউ যদি সরকারের আইন অমান্য করে নদীতে অবৈধভাবে মাছ ধরে, তবে আইন অমান্য কারীদের বিরুদ্ধে জেল ও জরিমানা উভয় দন্ডে দন্ডিত করা হবে।
আরও সংবাদ পড়ুন।
মা ইলিশ রক্ষায় আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ভোলা জেলায় অবৈধ মৎস্য শিকারের বিরুদ্ধে অভিযান চলবে – জেলা মৎস্য কর্মকর্তা
আরও সংবাদ পড়ুন।
ভোলায় দেশীয় পাঙ্গাসের পোনা রক্ষায় সংস্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়
আরও সংবাদ পড়ুন।
শাস্তি নয় বরং সচেতনতার মাধ্যমেই ইলিশ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আরও সংবাদ পড়ুন।
উৎপাদন খরচ কমিয়ে সাশ্রয়ীমূল্যে ডিম ও মুরগি ভোক্তার কাছে পৌঁছাতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।