সিআইডির পুলিশ সুপার নাজমুল করিম খান ‘কে বাধ্যতা মূলক অবসর পাঠালো সরকার
বিশেষ প্রতিবেদকঃ সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বিশেষ পুলিশ সুপার (এসপি) ড. মো. নাজমুল করিম খান। বর্তমানে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ফরেনসিক বিভাগে কর্মরত ছিলেন।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি২০২৩) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুয়ায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নাজমুল করিম খান বিসিএস পুলিশ ক্যাডারে ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
আরও সংবাদ পড়ুন।
সহকারী পুলিশ সুপার মাহিদুল হাসান সাময়িক বরখাস্ত; ৩৬তম ব্যাচের কর্মকর্তা খোরাকী পাবেন
আরও সংবাদ পড়ুন।