ভোলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

Picsart_24-03-09_08-36-45-005.jpg

ভোলা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়।

জেলা প্রতিনিধিঃ দ্বীপজেলা ভোলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।’নারীর সম অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।

ভোলা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়।

ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন আলোচনার প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা প্রশাসক আরিফুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাবেকুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, এনজিও প্রতিনিধি সোহেল মাহমুদ, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জিনাত রেহানা।

আরও সংবাদ পড়ুন।

ভোলায় বই বিতরণ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে

আরও সংবাদ পড়ুন।

ভোলায় সাহিত্যমেলা ২০২২ এর শুভ উদ্বোধন করেন – তোফায়েল আহমেদ

আরও সংবাদ পড়ুন।

ভোলায় দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top