ভোলায় সাহিত্যমেলা ২০২২ এর শুভ উদ্বোধন করেন – তোফায়েল আহমেদ

Picsart_23-10-07_15-50-17-156.jpg

আজ শনিবার ভোলায় সাহিত্যমেলা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়,আজকের অনুষ্ঠানে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সঙ্গে ছিলেন আমন্ত্রিত অতিথিরা।

জেলা প্রতিনিধিঃ আজ শনিবার (৭ অক্টেম্বর২০২৩) সকালে ভোলা জেলা সাহিত্যমেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমির সমন্বয়ে এবং জেলা প্রশাসন, ভোলার বাস্তবায়নে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, জোনাল কমান্ডার, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, আল-ফারুক মাহমুদ হোসাইন, উপসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আইরীন ফারজানা, অধ্যক্ষ, ভোলা সরকারি কলেজ প্রফেসর আবদুল গফুর, অধ্যক্ষ, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ভোলা প্রফেসর মোঃ ইসরাফিল, ব্যবস্থাপক, বাংলা একাডেমি, ঢাকা মোঃ মনিরুজ্জামান, প্রাক্তন অধ্যক্ষ, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ভোলা রুহুল আমীন জাহাঙ্গীর।

আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার কবি ও সাহিত্যিকবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সাহিত্যমেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা সাহিত্যমেলা ২০২২ এর শুভ উদ্বোধন করেন সম্মানিত জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এ সময় পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, উপসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আইরীন ফারজানাসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এরপর ভোলার কবি-সাহিত্যিক ও ঢাকা থেকে আগত সাহিত্যিকদের অংশগ্রহণে দিনব্যাপী ভোলা জেলার সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সাহিত্য পাঠ ও লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি-সাহিত্যিক ও অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও সংবাদ পড়ুন।

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা

আরও সংবাদ পড়ুন।

লালমোহনে ভোলার নবাগত জেলা প্রশাসক আরিফুজ্জামান

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে ভোলার নবাগত জেলা প্রশাসক আরিফুজ্জামান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top