দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেছেন

Picsart_24-10-29_15-42-17-292.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাগর চৌধুরীঃ আজ মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন আজ পদত্যাগ করেছেন।

দুর্নীতি দমন কমিশনের একাধিক কর্মকর্তারা নিশ্চিত করেন।

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন। দুপুর আড়াইটার দিকে পদত্যাগ করার পরপরই তারা নিঃশব্দে অফিস ত্যাগ করেন।

দুদক সচিব খোরশেদা ইয়াসমিন কার্যালয়ের গেটে তাদের বিদায় জানান।

মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ গনমাধ্যমে জানান, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন।

আজ বিকেলে নবগঠিত দুদক সংস্কার কমিশনে তাদের বৈঠকের কথা থাকলেও পূর্বনির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।

বিগত ২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন।

ওই সময়ে তার সঙ্গে জহুরুল হককে কমিশনার (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর দেড় বছর পর আছিয়া খাতুনকে ক‌মিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খানের স্থলে নিয়োগ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top