আজ শনিবার সকালে সাচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিরাজল হকের ছেলে নিহত সুজনের পরিবারকে নগদ ৫ লক্ষ টাকা ও ঘরের কাজ শুরু করা হয়।
বোরহানউদ্দিন প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকায় নিহত ভোলার বোরহানউদ্দিনের দুই শহীদ পরিবারকে ইটের তৈরি পাকা ঘর নির্মাণের জন্য নগদ ৭ লাখ টাকা প্রদান করেছেন, সহকারি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল।
এ বি এম ইব্রাহিম খলিল দেউলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোঃ ইউসুফ কন্টেক্টারের ছেলে৷
আজ শনিবার (১৬ নভেম্বর ২০২৪) সকালে সাচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিরাজল হকের ছেলে নিহত সুজনের পরিবারকে নগদ ৫ লক্ষ টাকা ও ঘরের কাজ শুরু করা হয়।
এসময় পৌর ছাত্রদল সভাপতি শাকিল মাতাব্বর, ইউনিয়ন সভাপতি রাকিব রেজা ও সম্পাদক ফরিদ জিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার বিকালে দেউলা ৩নং ওয়ার্ডের বাসিন্দা আঃ হকের ছেলে শহীদ সোহেলের পরিবারকে নগদ ২ লক্ষ টাকা প্রদান করেন তিনি ৷
সিরাজল হকের ছেলে নিহত সুজনের মা এ বি এম ইব্রাহিম খলিলকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।
আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল জানান, আমার ব্যক্তিগত অর্থায়নে জুলাই-আগষ্টে বোরহানউদ্দিন উপজেলার নিহত সকল শহীদ পরিবারকে একটি করে ইটের তৈরি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছি, প্রাথমিক পর্যায়ে শহীদ সুজন ও শহীদ সোহেলের পরিবারের ঘরের কাজ শুরু করা হয়েছে। তাদের কাজের জন্য নগদ ৭ লাখ টাকা প্রদান করা হয়েছে।
ঘর সম্পূর্ণ হওয়া পর্যন্ত সকল খরচ প্রদান করা হবে বলে জানান, এ বি এম ইব্রাহিম খলিল।
উল্লেখ্য, শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দেউলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিউলি বাড়ির নিহত সোহেলের পাকা ঘর নির্মান করতে আর্থিক সহায়তা প্রদান করেন ও ঘর নির্মান কাজ সম্পন্ন করার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল বলেন, বোরহানউদ্দিন উপজেলার অনেকেই ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহীদ হয়েছেন এদের মধ্যে সোহেল ও সুজনের পরিবার একেবারেই অসহায় এদের পরিবারের সদস্যদের বসবাসের ঘর দুটি অনুপযোগী হওয়ায় এ দুই পরিবারকে দুটি ঘর নির্মান করে দিবো আমার ব্যক্তিগত তহবিল থেকে পর্যায়ক্রমে উপজেলার সকল শহীদ পরিবার ও আহতদের পরিবারের পাশে আমি দাড়াবো। পরে তিনি নিহত সোহেল এর কবর জিয়ারত করেন ও নিহতদের পরিবারের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোরহানউদ্দিন পৌর শাখার সভাপতি রায়হান আহমেদ শাকিল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, এর আগেও সহকারি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল মানুষের পাশে ছিলেন। মানুষের বিপদে আপদে সকলের সাথে ছিলেন। বোরহানউদ্দিন উপজেলা তথা ভোলার মানুষের জন্য আন্তপ্রান এই মানুষটি এর আগেও অনেকে সাহায্য সহযোগিতা করেছেন।