সচিবালয়ে প্রথমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ড. ইউনূস
বিশেষ প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠক করতে প্রথমবারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী গাড়ি সচিবালয়ের প্রবেশ করে। সেখানে ৬ নম্বর ভবনের সামনে তাকে স্বাগত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
এর পর উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়।
সন্ধ্যা ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রাজনৈতিক দলের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অধ্যাদেশ সংশোধনের একটি প্রস্তাব বুধবার উপদেষ্টা পরিষদে উঠবে বলে আগের দিন জানিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ অগাস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম দিকে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় নিজের দাপ্তরিক কাজের পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠক সারতেন প্রধান উপদেষ্টা।
পরে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়কে তিনি নিজের দপ্তর হিসেবে ব্যবহার শুরু করেন। উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকগুলো সেখানেও হতো।
এদিকে প্রধান উপদেষ্টার সচিবালয়ে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। সচিবালয়সহ আশপাশের এলাকায় দেখা যায় কড়া নিরাপত্তা। উপদেষ্টা, সচিব, ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি সকালে সচিবালয়ে ঢুকতে পারেনি। দর্শনার্থী প্রবেশও সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
আরও সংবাদ পড়ুন।
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)’র ৭৯তম অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস-এর ভাষণের পূর্ণ বিবরণ
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক : সরকারকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – অসহযোগ আন্দোলন শুরু: যেসব নির্দেশনা মানাতে হবে
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আগামীকাল শনিবার বিক্ষোভ;রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় ১ জন রংপুর ১জন চট্টগ্রামে ২ জন নিহত
আরও সংবাদ পড়ুন।