অশিক্ষা -কুশিক্ষা থেকে নিজেকে মুক্ত রাখুন – শাহানা সিরাজী

Picsart_24-01-06_12-10-42-687.jpg

অশিক্ষা -কুশিক্ষা থেকে নিজেকে মুক্ত রাখুন – শাহানা সিরাজী

যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের কাছে উদাত্ত আহবান-
যদি সত্যি বিশ্বাসী হোন তাহলে নিজের ধর্মকে জানুন। কুরআন বুঝে পড়ুন। নামাজের সময় আপনি কী বলছেন তা অন্ততঃ জানুন।

অন্যের কাছে শুনে নয় বরং নিজেই পড়ুন।

তাতে অনেক সমস্যার সমাধান হবে।
যেমন ধরুন-
সকল মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে পারবেন।
ইসলামে কট্টরপন্থি হওয়ার সুযোগ নেই ৷ যার ইচ্ছা কুরআন, হাদীস পড়বে, জানবে,তুলনা করবে।

অন্ধ থাকার চেয়ে জানা উত্তম। জ্ঞানীব্যক্তি অন্যকে আঘাত করে না। জ্ঞানের সীমাবদ্ধতার জন্য মানুষ আত্মকেন্দ্রিক হয়।

ইসলামী ভাবাদর্শে উজ্জীবিত মানুষেরা এখন বিভক্ত হয়ে পড়েছে। কারণ তারা কুরআন এবং সুন্নাহ থেকে বহুদূরে বাস করছে৷ আমি মনে করি শুধুমাত্র কুরআনকে সামনে রেখেও একজন মুসলিম অসাধারণ হতে পারে। যার হৃদয় মানবপ্রেমে পরিপূর্ণ থাকবে৷ তার কাছে সবাই নিরাপদ থাকবে।

কিন্তু নিজেরাই তো নানান দল-মত গঠন করে হানাহানি করছে। উদ্ভূত পরিস্থিতির সাথে খাপ-খাইয়ে চলা খুবই জরুরী। মানিয়ে কী ভাবে চলতে হয় তার নির্দেশনা কুরআন হাদীসে রয়েছে।

এ কথাগুলো বললাম এ কারণে, সকলেরই ধর্ম পালনের অধিকার হয়েছে। ৮০% মুসলমানদের দেশে মুসলমানেরা সবার কাছেই কট্টরপন্থী বলে তাচ্ছিল্যের শিকার হয়। ধর্মের বেসিক অন্তরে কাজে বিশ্বাস ও প্রকাশ পায়।কিছু আচরণিক বৈশিষ্ট্য মানুষকে মেনেই চলতে হয়। বিশ্বাস-নামাজ- রোজা- হজ- যাকাত প্রত্যেক মুসলমানের উপর অবশ্যই করণীয় কাজ। আওয়ামিলীগ, বিএনপি জামাত, জাপা, হরকাতুল জিহাদ,…. আরো যে সব দল আছে সে দলের মুসলিম সদস্যদেরও এই পাঁচটি বেসিক পালন করতে হয়। তাই বলে তারা কট্টর হয়ে যাবে?

সব ধর্মের লোকই কট্টর মাঝে নাম হয় মুসলমানেরা কট্টর!
ইসলাম সর্বকণিষ্ঠ ধর্ম। এর বয়স মাত্র ১৫০০ বছর। এর নিশ্চয়ই সৌন্দর্য আছে।নইলে আবু বকর, ওসমান, ওমর,আলীর মতো শক্তিশালী লোকেরা ইসলাম গ্রহম করতো না।

সেই সৌন্দর্য খুঁজুন। জুলুম অত্যাচার এসব ইসলামে নিষিদ্ধ, কারো উপর জোর করা, অন্য ধর্ম নিয়ে কথা বলা, অন্যের সম্পদ দখল করা, অন্যের নিন্দা করা, অন্যায়ভাবে ব্যবসা করা এগুলো হারাম।

যদি সত্যিকার মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার পঞ্চ ইন্দ্রিয়কে সংযত করুন।কুট-কাচালি, ষড়যন্ত্র এ সব থেকে নিজেকে হেফাজত করুন।

দয়া করে কুরআন আরবীর পাশাপাশি নিজের ভাষায় শিখুন।অশিক্ষা কুশিক্ষা থেকে নিজেকে মুক্ত রাখুন।

শাহানা সিরাজী
সরকারী চাকুরীজীবি, কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

আরও লেখা পড়ুন।

ভিক্ষুক – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

বিদায় চৈত্র; শুভ হোক বৈশাখী – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

ও আমার দেশ: তারা কোথায়? – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

ঘুরে এলাম স্ট্যাচু অব লিবার্টি – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

একটু কথা অল্প কথা : জাতীয় শিক্ষাক্রম ২০২১ – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

বাংলাদেশ – শাহানা সিরাজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top