খোরশেদা ইয়াসমীন দুদকের নতুন সচিব

Picsart_24-02-08_20-48-24-720.jpg

সাগর চৌধুরীঃ আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ২০২৪) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীনকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির এক আদেশে তাকে দুদকে বদলি করা হয়। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে (সওব্য) কর্মরত রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।

দুদকে এখন সচিব হিসেবে মাহবুব হোসেন কর্মরত রয়েছেন। তিনি ২০২২ সালের ৩ ডিসেম্বর দুদকের দায়িত্বভার গ্রহণ করেন। মাহবুব হোসেন এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ছিলেন।

পৃথক প্রজ্ঞাপনে মো. মাহবুব হোসেনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

আরও সংবাদ পড়ুন।

মোকাম্মেল হক দুদকের নতুন মহাপরিচালক

আরও সংবাদ পড়ুন।

মোঃ শাহরিয়াজ বিপিপিএ হলেন দুর্নীতি দমন কমিশনের নতুন মহাপরিচালক

আরও সংবাদ পড়ুন।

চোখ-কান খোলা রাখবে দুদক – দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ

আরও সংবাদ পড়ুন।

দুদক কর্মকর্তাদের নৈতিকতা প্রদর্শন করে দায়িত্ব পালনের আহ্বান – রাষ্ট্রপতি’র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top