বোরহানউদ্দিনে জমজমাট অবৈধ বালুর ব্যবসা; প্রশাসন নিরব
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন প্রান্তে,বোরহানউদ্দিন পৌরসভার খেয়াঘাটে,বোরহানউদ্দিন বাজার সংলগ্ন হাইস্কুলের স্কুলের সামনের খালের থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে,অবৈধ বালু খেকোরা। যা সরকারের আইনে দন্ডনীয় অপরাধ। অবৈধভাবে বালু উত্তোলন করলে জেল ও জরিমানার উভয় বিধান রয়েছে।
অবৈধভাবে বালু উত্তোলন করা প্রসঙ্গে, জানতে চাইলে বালু পরিবহনের সাথে জড়িত একাধিক শ্রেমিক জানান,এই বালু তেতুলিয়া নদী থেকে তোলা হয়।
ভোলার নৌপুলিশ – ভোলা জেলায় দায়িত্বরত কোষ্টগার্ড নদীতে পাহারা দেয়, তারপরও কিভাবে অবৈধভাবে বালু উত্তোলন করছে? তাহলে নৌপুলিশ – কোষ্টগার্ডের চেয়েও শক্তিশালী অপরাধীরা ?
বোরহানউদ্দিন বাজার থেকে গংগাপুর ইউনিয়নে যেতে পৌরসভার এক নং ওয়ার্ডে মেয়রের বাড়ীর সামনে, এভাবে অবৈধ ভাবে বালুর পাইপ পেতে রাখা হয়েছে। যেকোন সময় দূর্ঘটনার আশংকায় আছে স্থানীয় পথচারীরা।
পথচারীদের চোখে এই বিষয়টি পড়লেও বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের চোখে পরে না। তারা কাঠের চশমা বিক্রি করার জন্য এই উপজেলায় দায়িত্ব পালন করছেন
অবৈধভাবে ড্রজার মেশিনের শব্দে স্থানীয় পরিবেশ দূর্বিসহ হয়ে উঠছে। পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। বোরহানউদ্দিন উপজেলা সরকারি স্কুলের সামনে হওয়ায় স্কুলের কেমল মতি বাচ্চারা নানা রকম শ্রবনপ্রতিবন্ধী হচ্ছে। কিন্তু বিষয়টি দেখার কেউ নেই! এই বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বরাবর। উপজেলা নির্বাহী কর্মকর্তারা আসে যায়, জনগণের টাকায় বেতন ভাতা নেয় কিন্তু জনগণের সেবা বিঘ্নিত হচ্ছে, সেদিকে নজর নেই।
বোরহানউদ্দিন উপজেলার কতিপয় ক্ষমতা লিপ্সু, অর্থলিপ্সু, অবৈধভাবে তেতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে সরবরাহ করে। যা সরকারের আইনে দন্ডনীয় অপরাধ। এই আইনে জেল ও জরিমানার উভয় বিধান রয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, এসিল্যান্ড, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ, কারো যেন চোখে পরে না, এসব অবৈধ বালু উত্তোলন। অথছ, এই রাস্তায় তারা প্রতিদিন চলাচল করেন। কিন্তু চোখে কাঠের চশমা পরেন।
স্থানীয় জনগণ একাধিক অভিযোগ করার পরও এসব ভূমি খোকো, বালু খোকোদের অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না কোন ভাবেই। তাহলে কি তারা সরকারের আইন ও বিধি’র চেয়েও শক্তিশালী? প্রশ্ন স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বের সাথে বিবেচনা করে তেতুলিয়া নদী থেকে বালু উত্তোলন বন্ধ হোক। অন্যথায়, প্রশাসন অবৈধভাবে বালু উত্তোলনের আইনগত পদক্ষেপ গ্রহন করুন। শেখ হাসিনা সরকারের নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে জেল ও জরিমানা উভয় দন্ডে দন্ডিত করা হোক।
বোরহানউদ্দিন উপজেলার স্থানীয়দের অভিযোগ, বোরহানউদ্দিন পৌরসভার দুই কাউন্সিলের নেতৃত্বে এই অবৈধ বালু উত্তোলন করছে। জরুরি ভিত্তিতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক।
আরও সংবাদ দেখুন।
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালু ব্যবসায়ীরা; নিরব প্রশাসন