বোরহানউদ্দিনে কুতুবা ইউনিয়নে দশম শ্রেণী’র ছাত্রের উপর হামলা
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আলিয়া মাদ্রাসার মাঠে ফুটবল খেলকে কেন্দ্র করে মারধরের শিকার হয় বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর দশম শ্রেণী’র ছাত্র তামিম মিনহাজ (১৫)।
ঘটনার বর্নানায় মিনহাজ বলে, ওই খেলায় একই এলাকার নাঈম কে না নেয়ায় তামিম মিনহাজ এর উপর হামলা করে পিটিয়ে জখম করে। সেই ঘটনায় তামিম মিনহাজ বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়।
বোরহানউদ্দিন কুতুবা ৬নং ওয়ার্ডের আব্দুস সামাদ (মিন্টু) এর ছেলে আহত তামিম মিনহাজ বলেন, আমরা আলিয়া মাদ্রাসার মাঠে ফুটবল খেলছিলাম। একই এলাকার নাঈম কে খেলায় না নেয়ায় খেলা শেষে নাঈম ও তার ভাই শাহিন আমার উপর হামলা করে লাঠি দিয়ে পিঠিয়ে মারাত্মক জখম করে। আমি ওদের বিচার চাই। বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।
বোরহানউদ্দিন হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন বলেন, রোগী হাসপাতালে ভর্তি আছে। রোগীর শরিরে ফুলা ও জখমের চিন্হ রয়েছে।
ঘটনার সম্পর্কে স্থানীয় কুতুবা ইউনিয়নের
৬নং ওয়ার্ডে মেম্বার কামাল পন্ডিত বলেন, মারামারির ঘটনা শুনেছি আমি। হাসপাতালে মিনহাজকে দেখতে গিয়েছি। শরিরের বিভিন্ন স্থানে ফুলা জখমের দাগ দেখতে পেয়েছি। স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে কিছু করা যায় কি না ভাবছি।
তবে, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তামিম মিনহাজ এর পরিবার।
আহত মিনহাজ হাসপাতালের বিছানায়