লালমোহন ও তজুমদ্দিনে ইফতার সামগ্রী বিতরন করেন – নুরুন্নবী চৌধুরী শাওন

Picsart_23-03-26_15-06-34-245.jpg

লালমোহন ও তজুমদ্দিনে ইফতার সামগ্রী বিতরন করেন – নুরুন্নবী চৌধুরী শাওন

লালমোহন প্রতিনিধিঃ লালমোহন ও তজুমদ্দিন উপজেলা মহিলা লীগ, যুব মহিলা লীগ, পৌর মহিলা লীগ ও যুব মহিলা লীগ কর্তৃক আয়োজিত দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষে “উঠান বৈঠক” এর ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে লালমোহন, তজুমদ্দিন উপজেলা এবং পৌরসভার ন্ব স্ব ওয়ার্ডের বিভিন্ন বাড়ীর উঠান বৈঠকে ভিন্ন ভিন্ন সময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন – নুরুন্নবী চৌধুরী শাওন, এমপি ১১৭ ভোলা-৩।

গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন-বরিশাল সমাচার পত্রিকার প্রকাশনা সম্পাদক ও নাওয়াল গ্রুপের চেয়ারম্যান, এমপি মহোদয়ের সহধর্মিনী মিসেস ফারজানা চৌধুরী রত্না।

লালমোহন ও তজুমদ্দিন উপজেলার পরিশ্রমী মহিলা লীগ ও যুব মহিলা লীগের ধারাবাহিক কর্মসুচীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে মহিলা নেত্রীদের মাঝে লালমোহন উপজেলা দুই হাজার প্যাকেট ও তজুমদ্দিন উপজেলায় এক হাজার প্যাকেট ইফতার সামগ্রী বিতরনের অংশ হিসেবে বাকী প্যাকেট বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলা কমিটির নিকট প্রদান করেন।

লালমোহন পৌর মহিলা লীগ সভানেত্রী সালমা জাহান ও সাধারন সম্পাদক পারভীন বেগম, যুব মহিলা লীগ সভানেত্রী পারভীন আক্তার ও সাধারন সম্পাদক ইয়াছমিন বেগম তাদের নেত্রীদের নিয়ে ইফতার সামগ্রী মাননীয় এমপি মহোদয়ের কলেজ পাড়াস্থ বাস ভবন থাকে সংগ্রহ করেন।

ইফতার সাসগ্রী প্যাকেটের বিবরন-
১. চাল ৫ কেজি।
২. আলু ৫ কেজি।
৩. ছোলা বুট ১ কেজি।
৪. খেজুর ১ কেজি।
৫. চিনি ১ কেজি।
৬. ডাল ১ কেজি।
৭.দুই প্যাকেটে মোট-১৪ কেজি ইফতার সামগ্রী প্রদান করা হয়।

আরও সংবাদ পড়ুন।

লালমোহন উপজেলায় ১০টি গাভী (বকনা বাছুর) বিতরন করেন – নুরুন্নবী চৌধুরী শাওন

আরও সংবাদ পড়ুন।

লালমোহনে পাঁচ শতাধিক মহিলার মাঝে শীত বস্ত্র বিতরন করেন – নুরুন্নবী চৌধুরী শাওন

আরও সংবাদ পড়ুন।

https://wnews360.com/archives/53046

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top