লালমোহন উপজেলায় ১০টি গাভী (বকনা বাছুর) বিতরন করেন – নুরুন্নবী চৌধুরী শাওন
উপজেলা প্রতিনিধিঃ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর লালমোহনে ১০জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য ১০টি গাভী (বকনা বাছুর) প্রদান করা হয়।
এছাড়াও ৯ জন দুঃস্থ ও প্রান্তিক জেলেকে আলাদা ৩টি গ্রুপে বিভক্ত করে তাদের মাঝে মাছধরার জাল বিতরণ করা হয়।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন – নুরুন্নবী চৌধুরী শাওন, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ভোলা- ৩।
বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন- উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ; উপজেলা ভাইস চেয়ারম্যান, আবুল হাসান রিমন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন- মোঃ রুহুল কুদ্দুছ, উপজেলা মৎস্য কর্মকর্তা, লালমোহন, ভোলা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তানভীর আহমেদ, মেরিন ফিসারিজ অফিসার, লালমোহন ভোলা।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগন সহ সরকারি দপ্তর সমূহের কর্মকর্তা ও কর্মচারী সহ জনসাধারণ।