খেয়া ভাসাই – শাহানা সিরাজী
চৌকাঠ না পেরোনো প্রেম, চাপা থাকো
একদিন হিরণ্ময় হীরা হয়ে
স্যাকরার দোকানে জায়গা করে নিও..
জীবন মানেই ভালোবাসা
প্রতিটি ক্ষণ ভালোবাসার
জোর করে যদি চোখ ভিজিয়ে দাও
তাও মেনে নেবো তা আটপ্রৌরে ভালোবাসা!
অলৌকিক একান্তই আমি
সত্ত্বার গহীনে সন্তরণরত সে আমাকে
না ছুঁতে পেরে যদি আগুন জ্বেলে দাও
তাও জানি জ্বলন্ত কাঠের কয়লা
সবচেয়ে দামী
রাশিয়া-ইউক্রেন কোনটাই প্রয়োজন নেই
যদি বিশ্বজুড়ে বেড়ে যায় ক্ষুধা
ভালোবাসা ভোরের শিশিরের মতো
জ্বলে জ্বলে ক্ষয়ে যায়
জাগ্রত থাকে ক্ষুধা-তৃষ্ণা
তপোবন নেই তাই উলুবনে
রেখেছিলাম ঝিনুকের যন্ত্রণা
উলুবন নিঃস্ব ছিলো
ঝিনুকের আর্তনাদ গিলে
পেটভারী করে -বলে শ্বাস ফেলতে পারছি না!
ভালোবাসা ছাই-ভষ্ম হয়ে ঝামটি দিলো
যার মুখে, সে রোজ “প্রিয়তমা ” বলে ডাক দেয়
সুখ কিংবা দুঃখ কোনটাই নয়
কেবল সময়ের যাত্রাপথ প্রবাহমান গতি
গলাটিপে বলে – যৈবতীকন্যা, বৃহন্নলায় কী কাজ তোমার?
এসো,খেয়া ভাসাই…..
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ, পিটিআই মুন্সীগঞ্জ।
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।