নারী সহকর্মীকে ‘যৌন হয়রানি’, রাজউকের পরিচালক শেখ শাহীনুল ইসলামকে বরখাস্ত
সাগর চৌধুরীঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর এক নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে রাজউকের পরিচালক (জোন-৭) শেখ শাহীনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর ২০২৪) দুপুরে রাজউক থেকে এ তথ্য পাওয়া যায়। তার নামে ইতোমধ্যে বিভাগীয় মামলাও হয়েছে।
সূত্র জানায়, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের পাশে অবস্থিত রাজউকের অঞ্চল ৭-এর অফিসে অসদাচরণের শিকার হওয়ার অভিযোগ করেন ওই নারী কর্মকর্তা। তিনি অভিযোগ জানিয়ে রাজউক চেয়ারম্যানকে চিঠি দেন। সেখানে উল্লেখ করেন, শেখ শাহীনুল ইসলাম ‘অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অশালীনভাবে’ তার শরীর স্পর্শ করেন। ঘটনার আকস্মিকতায় তিনি হতভম্ব হয়ে পড়েন। তিনি এ ঘটনার বিচার চান।
তাৎক্ষণিকভাবে রাজউকের এক অফিস আদেশে বলা হয়, শাহীনুল ইসলামের কর্মকাণ্ড ‘গুরুতর চাকরি শৃঙ্খলা পরিপন্থী’। রাজউক (কর্মকর্তা-কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩-এর বিধি ৩৭(খ) অনুযায়ী তা অসদাচরণের শামিল। অপরাধের ধরন ও ভয়াবহতা বিবেচনায় এবং অসদাচরণের অভিযোগে তাকে রাজউক চাকরি বিধিমালার বিধি ৪৩-এর উপবিধি (১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো।
এ বিষয়ে অভিযুক্ত শাহীনুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাজউকের পরিচালক (প্রশাসন) মো. কামরুজ্জামানের বলেন, রাজউকের চাকরি বিধিমালা অনুযায়ী শাহীনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নামে বিভাগীয় মামলা হয়েছে। তিনি যদি নির্দোষ হন, চাকরি ফিরে পাবেন। আর অপরাধী প্রমাণিত হলে চাকরি হারাবেন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামের বিরুদ্ধে দুদকের চার্জশিট
আরও সংবাদ পড়ুন।
গুলশান, বনানী, দিলকুশা ও মহাখালীতে রাজউকের ৩৯টি বাড়ী দখলে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-০৪ -এর ইমারত পরিদর্শকের বিরুদ্বে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
রাজউক এ অনুমোদনহীন দোকান ও গুদামঘর গড়ার অভিযোগে দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
হাইকোর্ট রাজউকের কোটিপতি কর্মচারীদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।