কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা সচেতনতায় টিম চিলেকোঠা

PicsArt_11-15-11.14.47.jpg

চরফ্যাশনে কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা সচেতনতায় টিম চিলেকোঠা।

মোঃ সিরাজুল ইসলামঃ ভোলার চরফ্যাশন উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন টিম চিলেকোঠার আয়োজনে তিন দিন ব্যাপি কোভিড-১৯ মহামারী করোনাভাইরাস এর বিস্তার বন্ধে সচেতনা মুলক কার্যক্রম ও মাস্ক বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করেছেন৷

গত তিন দিন যাবত চরফ্যাশন উপজেলার চর মানিকা, রসুলপুর, এওয়াজপুর, হাজারীগঞ্জ ও আছলামপুর ইউনিয়নের দুর্গম এলাকায় পিছিয়ে পড়া সাধারণ নারী পুরুষ এবং শিশুদের মধ্যে করোনাকালীন সময়ে সচেতনতার জন্য লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন৷ এর সাথে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রায় দেড় হাজার মানুষকে মাস্ক বিতরণ করেছেন টিম চিলেকোঠা৷

এ সময় উপস্থিত ছিলেন, টিম চিলেকোঠা ভোলা জেলার সভাপতি প্রকোশলী সাব্বির মুন্না, চরফ্যাশন উপজেলার উপদেষ্টা মনজুরুল ইসলাম সায়েম, এডমিন-ভোলা জেলা কমিটি, শশীভূষণ থানার উপদেষ্টা তারেক পন্ডিত ও প্রতিষ্টাতা সভাপতি নাদিম খাঁন সহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক সেচ্ছাসেবী সদস্য উপস্থিত ছিলেন৷

চরফ্যাশন টিম চিলেকোঠার প্রতিষ্ঠাতা সভাপতি নাদিম খাঁন জানান,দেশে শীতের মৌসুমে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ আরও বাড়তে পারে৷ কারন করোনার উপসর্গের সাথে শীতকালীন রোগের অনেক মিল রয়েছে৷ এমন আশংকা থেকে অবহেলিত গ্রামাঞ্চলের লোকজনদের সচেতনতা ও করোনার প্রাদুর্ভাব থেকে মুক্ত রাখতে টিম চিলেকোঠা এ উদ্যোগ গ্রহণ করেছেন৷ এ ছাড়াও সাধারণ মানুষের পক্ষে বিভিন্ন দাবি আদায় বা সামাজিক ব্যাধি থেকে সমাজকে মুক্ত রাখতে টিম চিলেকোঠা কাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top