আদালতের সঙ্গে প্রতারণা করলে বিচার করবো কীভাবে – হাইকোর্ট
খুলনার তেরখাদায় জোড়া খুনের মামলায় জামিন জালিয়াতির ঘটনায় ৭ আসামির জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদেশপ্রাপ্তির ১০ দিনের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আত্মসমর্পণ না করলে তাদের গ্রেফতার করার পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে আদালত বলেন, এভাবে কোর্টের সঙ্গে প্রতারণা করলে আমরা বিচার করবো কীভাবে?
আসামিদের আগে দেওয়া জামিন আদেশ রিকল চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আজ রবিবার (৪ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এম. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।