ভোলায় ৫২০ মণ ইলিশের জাটকা আটক

Picsart_24-11-19_18-58-56-508.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ভোলায় ৫২০ মণ ইলিশের জাটকা আটক 

জেলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি ট্রাক থেকে ৫২০ মণ জাটকা ইলিশ ও আড়াই মণ শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর ২০২৪) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজার, ভেদুরিয়া ফেরিঘাট ও সদর পৌরসভার হোমিও কলেজ মোড় থেকে পৃথক পৃথক অভিযানে জাটকা ইলিশসহ ট্রাকগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসানের উপস্থিতিতে আটককৃত ইলিশ স্থানীয় গরিব দুস্থ ও বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া আটককৃত আড়াই মণ শাপলা পাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। 

লেফটেন্যান্ট সাব্বির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিক্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলার সেকশন কমান্ডার রাসেদুল ইসলামের নেতৃত্বে ভোলা সদর উপজেলার বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় অভিযানে আলীনগর মাদরাসা বাজার, হোমিও কলেজ মোড় ও ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে তিনটি ট্রাকসহ ৫২০ মণ জাটকা ও ১০০ কেজি শাপলা পাতা মাছ আটক করা হয়েছে। 

তিনি আরও বলেন,আটককৃত জাটকা স্থানীয় গরিব, দুস্থ ও এতিমখানায় দেওয়া হয়েছে। একই সঙ্গে আটক হওয়া শাপলা পাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অভিযানে জাটকা বহনকারী তিনটি ট্রাককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top