মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার জেলেদের জন্য কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদৃষ্টি সম্পন্ন প্রধান মন্ত্রী। তিনি জেলেদের স্বাবলম্বী করার জন্য জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন। আমি তার প্রতিনিধি হিসাবে সেই বকনা বাছুর আপনাদের হাতে তুলে দিলাম – আলী আজম মুকুল এমপি।
সাগর চৌধুরীঃ আজ বুধবার (১৬ মে ২০২৪) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় উপজেলা মৎস্য অফিসে জেলেদের মাঝে ৪৮ টি বকনা বাছুর (প্রতিটি বকনা বাছুর ৩০ হাজার টাকা) বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন – আলী আজম মুকুল এমপি।
বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজকের বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে, মৎস্য সম্পদ রক্ষা ও নিষিদ্ধ সময়ে মেঘনা ও তেতুলিয়া নদীতে অবৈধ ভাবে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান, বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা।
আজকে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলী আজম মুকুল এমপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার জেলেদের জন্য কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদৃষ্টি সম্পন্ন প্রধান মন্ত্রী। তিনি জেলেদের স্বাবলম্বী করার জন্য জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন। আমি তার প্রতিনিধি হিসাবে সেই বকনা বাছুর আপনাদের হাতে তুলে দিলাম।
আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান। বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির বিপিএম।
বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা’র সার্বিক তত্বাবধানে আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা, এলজিডি কর্মকর্তা, কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল ,বোরহানউদ্দিন বিআরডিবি চেয়ারম্যান জসিম উদ্দিন, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হাওলাদার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারগণ, সুফল ভূগী জেলেরা৷
বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসের অফিসার ও স্টাফগণ উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান সফল করেন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আজ শেষ হচ্ছে দুই মাসের নিষেধাজ্ঞা, বোরহানউদ্দিনে চাল পায় নি দরিদ্র জেলেরা
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনের মেঘনা নদীতে অভিযান; রেনু জব্দ – জাল পুড়িয়ে ধ্বংস
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে মা ইলিশ শিকার করায় দুইজনের ছয় হাজার টাকা জরিমানা