বোরহানউদ্দিনে মা ইলিশ শিকার করায় দুইজনের ছয় হাজার টাকা জরিমানা
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ(২৬ অক্টোবর ২০২৩) তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে দুই জনকে ছয় হাজার টাকা জরিমানা করেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:রায়হান-উজ্জামান।
আজকের অভিযানে মা ইলিশ শিকার করা অবস্থায় ৩ জনকে আটক, ১৫ কেজি ইলিশ ও ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।
আটককৃত ২ জনকে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
একজন অপ্রাপ্ত বয়সী হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আজকের অভিযানে জব্দকৃত মাছ এতিমখানায় বিতরন করা হয় এবং অভিযানে আটককৃত জাল পুরিয়ে বিনষ্ট করা হয়।
আজকের অভিযানে বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দন থানার এস আই শাহাবুল ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে” মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরও সংবাদ পড়ুন।
১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে মিথ্যা তথ্য ও অবৈধ ডাক্তার পরিচয় দানের অভিযোগে এগারো হাজার টাকা জরিমানা