ভোলা সহ দেশেরসব উপকূলে ৭ নম্বর বিপদ সংকেত!
আবহাওয়া প্রতিবেদকঃ ঘন্টায় ২২০ কিমি গতিবেগ অর্জনকারী এবং উপকূলে ১৪০-১৬০ কিমি বেগে আঘাত হানার বিপদ সংকেত দিয়ে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় “আম্পান”।
ভোলা সহ খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলাসমূহকে ৭ নম্বর বিপদ সংকেত ও চট্রগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখানোর অর্থ হল ঘূর্ণঝড়টি খুলনা ও বরিশাল বিভাগের উপকূলে আঘাত হানতে যাচ্ছে।
একইসাথে অমাবশ্যার প্রবল জোয়ারের থেকেও ৪-৫ ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত হলে উপকূলীয় অধিকাংশ চর ও দ্বীপ প্লাবিত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। সাথে সাথে ১৪০-১৬০ কিমি বেগের প্রচন্ড ঝড় এবং অতি ভারী বৃষ্টিতে অধিকাংশ এলাকা প্লাবিত হবার এবং ঘরবাড়ি-গাছপালার ব্যাপক ধ্বংস আশংকা বিদ্যমান।
বিপদ সংকেতে সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।