৩৫ টি বিআরটিএ অফিসে দুদকের একযোগে অভিযান

Picsart_23-12-27_19-49-49-045.jpg

৩৫ টি বিআরটিএ অফিসে দুদকের একযোগে অভিযান চলছে।

সাগর চৌধুরীঃ সারাদেশে নানা রকম অনিয়ম ও দূর্নীতির অভিযোগে একযোগে ৩৫ টি বিআরটিএ অফিসে দুদকের একযোগে অভিযান পরিচালনা করছে দুদক।

আজ বুধবার সকালে থেকে এই অভিযানের কার্যক্রম শুরু হয়েছে।

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ প্রদানের ক্ষেত্রে ঘুষ লেনদেন, দালাল চক্রের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে আজ বুধবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিট কর্তৃক সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) -এর ৩৫টি জেলা কার্যালয়ে একযোগে অভিযান পরিচালিত হয়।

যশোর বিআরটিএ অফিস: অভিযানকালে ৩ (তিন) জন দালাল হাতেনাতে আটক হন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত মোবাইল কোর্টে ২ (দুই) জন দালালকে ১,০০০/- (এক হাজার) টাকা করে অর্থদণ্ড এবং অপর একজনকে একই পরিমাণ অর্থদণ্ডসহ ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিআরটিএ, শেরপুর: ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে অভিযান চালানো হলে অফিসের কিছু স্টাফের সঙ্গে দালাল ও অফিসসংলগ্ন কম্পিউটার দোকানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। আগত সেবাপ্রার্থীরা জানান, কিছু স্টাফের সহায়তায় দালালরা টাকা নিয়ে লাইসেন্স তৈরি করে দেন, না দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়।

নীলফামারী বিআরটিএ অফিস: অভিযানকালে ২ (দুই) জন দালাল হাতেনাতে আটক হন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদের অর্থদণ্ড প্রদান করা হয়।
বরিশাল বিআরটিএ: ছদ্মবেশী অভিযানকালে এক দালাল প্রতিটি ক্যাটাগরি-২ লাইসেন্সে ১০,৫০০/- টাকা করে মোট ২১,০০০/- টাকা দাবি করেন, যেখানে সরকারি ফি মাত্র ৩,৫২২/- টাকা (লার্নার কার্ডসহ)। কথোপকথনের অডিও-ভিডিও রেকর্ড করে দালালকে হাতেনাতে ধরা হয় এবং পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বাগেরহাট বিআরটিএ: অভিযানকালে আউটসোর্সিং কর্মীদের মোবাইল ফোনে অস্বাভাবিক লেনদেন ও টাকা আদান-প্রদানের বার্তা পাওয়া যায়। পরীক্ষা খাতা পর্যালোচনায় দেখা যায়, অনেকে ফেল করলেও অনৈতিক সুবিধার মাধ্যমে পাস করানো হয়েছে।

টাঙ্গাইল বিআরটিএ অফিস: অভিযানকালে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলার সময়, অভিযানের ভিডিওতে দেখা এক ব্যক্তির পরিচয় জানতে চাইলে মোটরযান পরিদর্শক জানান তিনি অফিসের কেউ নন। টিম মৌখিকভাবে নির্দেশনা দেয়, ওই ব্যক্তি কীভাবে হেল্প ডেস্কে বসেছেন তা যাচাই করার জন্য।

গোপালগঞ্জ বিআরটিএ: অভিযানকালে লাইসেন্স ও ফিটনেস সনদ ইস্যুতে ঘুষ লেনদেন, রেজিস্টার খাতায় সিরিয়াল নম্বর ফাঁকা রেখে দুর্নীতির সুযোগ রাখা, দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়, দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে কর্মকর্তাদের অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। একজন আবেদনকারীর তাৎক্ষণিক অভিযোগের পর মাত্র ৫ মিনিটে তার কাজ নিষ্পত্তি করা হয়, যা অনিয়মের সুস্পষ্ট ইঙ্গিত দেয়। সহকারী পরিচালক সপ্তাহে একদিন অফিস করায় সেবাগ্রহীতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ঠাকুরগাঁও বিআরটিএ: অভিযানকালে দালালদের দৌরাত্ম্য ও অনিয়ম স্পষ্টভাবে প্রতীয়মান হয়। ২ জন দালালের মোবাইল নম্বর শনাক্ত করা হয়। ব্যবহারিক পরীক্ষায় ৩০০ টাকা করে আদায় এবং পরীক্ষায় অংশ না নিয়ে কিছু ব্যক্তিকে পাশ করানোর অভিযোগ পাওয়া যায়। দুইজন বহিরাগত ব্যক্তি কর্মচারী পরিচয়ে অফিসের বাইরে প্রভাব বিস্তার করছিলেন; তাদের পরিচয় ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভবিষ্যৎ আইনি পদক্ষেপের জন্য বিআরটিএকে জানানো হয়।

দিনাজপুর বিআরটিএ: অভিযানকালে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। ২ জনকে ৪ (চার) দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, আর বাকি ২ জনকে সতর্ক করা হয়।

এছাড়াও বিআরটিএ -এর বগুড়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, রাজবাড়ী, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, খুলনা, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, মেহেরপুর, মাদারীপুর, নেত্রকোণা, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, রাঙ্গামাটি-সহ মোট ৩৫টি কার্যালয়ে যুগপৎভাবে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি এনফোর্সমেন্ট টিম কমিশনের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এবং কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ পড়ুন।

দুদকের নতুন চেয়ারম্যান মোমেন, আকবার আজিজী ও ফরিদ হলেন কমিশনার

আরও সংবাদ পড়ুন।

মিরপুর বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ এ দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

বিআরটিএ এর পূর্বাচল (ঢাকা মেট্রো-৪)অফিসে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

বিআরটিএ অপরাধ ও দূর্নীতি’র আখড়া; অপরাধ করেও পার পেয়ে যায় কর্তারা

আরও সংবাদ পড়ুন।

বিআরটিএ – ইকুরিয়া সার্কেল;ঢাকা বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ দাবী – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

ছদ্মবেশে বিআরটিএ দুদকের অভিযান – ঘুষ গ্রহণের সময় হাতেনাতে পাঁচজনকে গ্রেপ্তার

আরও সংবাদ পড়ুন।

ব্যক্তিমালিকানাধীন প্রাইভেট কার বা জীপগাড়ির ব্র্যান্ডের নামসহ তথ্য চেয়ে বিআরটিএকে দুদকের চিঠি

আরও সংবাদ পড়ুন।

বেপরোয়া দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে জেলা প্রশাসকরা, তদন্তে দুদক ও এনএসআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top