সার্কেল পরিচালক সংশ্লিষ্ট শাখাসমূহের কর্মকর্তাগণকে বহিরাগত দালাল প্রবেশের বিষয়ে সতর্ক করেন। দালাল ও তাদের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে তিনি দুদক টিমকে নিশ্চিত করেন।
সাগর চৌধুরীঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ – বিআরটিএ, মিরপুরে ঢাকা মেট্রো সার্কেল-১ অফিসে গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন- দুদক প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
আজ দুপুরে দুদকের সহকারী পরিচালক মো. মেহেদী মুসা জেবিন এবং সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান ভূঁইয়া দুই সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
বিআরটিএ তে গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিমের সদস্যগণ ছদ্মবেশে গ্রাহক হিসেবে সেবা নিতে চাইলে দালালদের আনাগোনা দেখতে পায়। এছাড়া একাধিক দালাল তাদের পরিচিত বিআরটিএ সংশ্লিষ্টদের দ্বারা কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দেন। এনফোর্সমেন্ট টিম এসময় বাবু রায় নামে একজন দালালকে হাতেনাতে ধরে এবং বিআরটিএ এর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে উক্ত দালালকে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্টেট দালালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে সার্কেল পরিচালক সংশ্লিষ্ট শাখাসমূহের কর্মকর্তাগণকে বহিরাগত দালাল প্রবেশের বিষয়ে সতর্ক করেন। দালাল ও তাদের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে তিনি দুদক টিমকে নিশ্চিত করেন।
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, অভিযানকালে সংগৃহীত তথ্যাবলি ও রেকর্ডপত্র যাচাইপূর্বক এনফোর্সমেন্ট টিমের সদস্যগণ কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
বিআরটিএ – ইকুরিয়া সার্কেল;ঢাকা বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ দাবী – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
বিআরটিএ অপরাধ ও দূর্নীতি’র আখড়া; অপরাধ করেও পার পেয়ে যায় কর্তারা