বিআরটিএ এর পূর্বাচল (ঢাকা মেট্রো-৪)অফিসে – দুদকের অভিযান

Picsart_23-12-11_22-53-58-891.jpg

বিআরটিএ এর পূর্বাচল (ঢাকা মেট্রো-৪)অফিস এ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন প্রত্যাশীদের নিকট হতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ গ্রহণ করা হয়।

সাগর চৌধুরীঃ দুদক প্রধান কার্যালয় হতে এনফোর্সমেন্ট ইউনিট অভিযান পরিচালনা করে, বিআরটিএ এর পূর্বাচল (ঢাকা মেট্রো-৪)অফিস এ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন প্রত্যাশীদের নিকট হতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ গ্রহণ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

দুদক টীম কর্তৃক ছদ্মবেশে সেবা প্রত্যাশী কয়েকজন ব্যক্তির সাথে কথা বললে দুইজন সেবাপ্রার্থী জানান তাদের কাছ থেকে হোন্ডা ১৬০ সিসির বাইকের রেজিস্ট্রেশন ফি বাবদ সরকার নির্ধারিত ফি ২০৯৬৪/-এর পরিবর্তে ২৮৫০০/- গ্রহণ করে একজন দালাল।

দুদক টিম গ্রাহক সেজে উক্ত দালালের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অফিসের উচ্চমান সহকারীর সাথে যোগাযোগ করলে বাকী কাজ হয়ে যাবে। পরবর্তীতে উক্ত অফিসের সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মচারীর বক্তব্য গ্রহণ করা হয়।

অভিযানকালে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে দালালদের সাথে অফিসের কর্মচারীদের সংশ্লিষ্টতা আছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়।

অভিযানকালে সেবাপ্রার্থী দুইজনের রেজিস্ট্রেশনের জন্য জমাকৃত কাগজপত্রের ছায়ালিপি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে জানা যায়, পূর্বাচল (ঢাকা মেট্রো-৪) ১০টি থানা এই সার্কেলের আওতায়।

আওতাধীন থানাগুলো হলো- গুলশান, হাতিরঝিল, বাড্ডা, রামপুরা, ভাটারা, খিলগাঁও, মুগদা, শাহজাহানপুর, সবুজবাগ ও বনানী।

এ সার্কেলের আওতাভুক্ত থানাসমূহের ড্রাইভিং লাইসেন্স, মোটরযান রেজিস্ট্রেশন, ফিটনেস, মালিকানা বদল, রেট্রোরিফ্লেক্টিভ নম্বর প্লেট, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) ও বায়োমেট্রিকসহ বিআরটিএ’র যাবতীয় কার্যক্রম পূর্বাচলের ঢাকা মেট্রো-৪ সার্কেল থেকে করতে হবে।

আরও সংবাদ পড়ুন।

বিআরটিএ অপরাধ ও দূর্নীতি’র আখড়া; অপরাধ করেও পার পেয়ে যায় কর্তারা

আরও সংবাদ পড়ুন।

বিআরটিএ – ইকুরিয়া সার্কেল;ঢাকা বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ দাবী – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

ছদ্মবেশে বিআরটিএ দুদকের অভিযান – ঘুষ গ্রহণের সময় হাতেনাতে পাঁচজনকে গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top