ছদ্মবেশে বিআরটিএ দুদকের অভিযান – ঘুষ গ্রহণের সময় হাতেনাতে পাঁচজনকে গ্রেপ্তার

Picsart_22-06-21_09-17-56-335.jpg

ছদ্মবেশে বিআরটিএ দুদকের অভিযান – ঘুষ গ্রহণের সময় হাতেনাতে পাঁচজনকে গ্রেপ্তার

বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) উত্তরা অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়ে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাগর চৌধুরীঃ নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, নম্বর প্লেট, ফিটনেস, লার্নার, মালিকানা পরিবর্তন সহ প্রত্যেকটি কাজে বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ গ্রহণ এবং দালালদের দৌরাত্ম সংক্রান্ত অভিযোগের বিষয়ে বিআরটিএ অফিস, উত্তরা, ঢাকাতে আজ (২০জুন২০২২) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার এর নেতৃত্ব ও উপসহকারী পরিচালক মো: কামিয়াব আফতাহি-উন-নবী এর সমন্বয়ে গঠিত টিম একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানকালে টিম সেবা গ্রহীতার ছদ্মবেশে অফিস প্রাঙ্গন থেকে ২ জন দালাল এবং ফটোকপি দোকানের ২ জন মালিক ও ১ জন কর্মচারীকে অনৈতিক সুবিধা পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেন।

এই ঘটনায় বিআরটিএ সদর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম এর ভ্রাম্যমাণ আদালতে আটককৃত আসামিগণ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেওয়ায়, বিজ্ঞ আদালত তাদের ৪ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে এবং অভিযোগ সংশ্লিষ্ট ২টি কম্পিউটার দোকান সিলগালা করে দেন।

এ ব্যাপারে উক্ত অফিসের সহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সতর্ক করে দেয় টিম এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে।

সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক পরবর্তী কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top