বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ফাইল ছবি।
অপরাধ প্রতিবেদকঃ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের কয়েকটি ফ্ল্যাট ও জমি ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁর ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, রাজধানীর খিলক্ষেতে বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের নামে থাকা তিনটি ফ্ল্যাট এবং পল্লবীতে একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে নারায়ণগঞ্জে দুটি দলিলে কেনা প্রায় ছয় শতক জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। শেখ আবদুল হান্নানের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করে দুদক। আদালত সে আবেদন মঞ্জুর করেন।
এর আগে সোমবার শেখ আবদুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগম, তাঁদের ছেলে শেখ লাবিব হান্নান ও তাঁদের আত্মীয় সানজিদা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।
দুদক আদালতকে বলেছে, বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ নেওয়া, নিয়োগ–বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
আরও সংবাদ পড়ুন।
সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের দুর্নীতি অনুসন্ধানে দুদক
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
সশস্ত্র বাহিনীর সদস্যকে গ্রেফতার করলে জানাতে হবে কর্তৃপক্ষকে
আরও সংবাদ পড়ুন।
সশস্ত্রবাহিনী সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে – নৌবাহিনী প্রধান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান নৌবাহিনীর নতুন প্রধান হলেন
আরও সংবাদ পড়ুন।