সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান। ফাইল ছবি।
অপরাধ প্রতিবেদকঃ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (৫ ফেব্রুুয়ারী ২০২৫) বিকেলে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সংস্থার প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
বিমান বাহিনীতে বাৎসরিক বাজেট প্রায় ৪০০০ কোটি টাকা। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক অবসরপ্রাপ্ত শেখ আব্দুল হান্নান।
তিন বছরে বিমান বাহিনীর বাজেট ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা।
তিনি এই তিন বছরে প্রায় তিন হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন। যা বিমানবাহিনীর তিন বছরের বাজেটের মাত্র ২৫ শতাংশ।
এছাড়াও তিনি আঠারোটি ব্যবহার উপযোগী স্থাপনা ভেঙে পুনর্নির্মাণ করেন। শুধু তাই নয় দুবাই, কানাডা এবং যুক্তরাষ্ট্রে মানি লন্ডারিং করেছে বলে অভিযোগ এসেছে।
সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের অধ্যায়নরত ছেলের একাউন্টে ৬০ কোটি টাকা পাওয়া গেছে বলে তথ্য পাওয়া গেছে।
আরও সংবাদ পড়ুন।
বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে জনবল নিয়োগ সহ দূর্নীতি ও অনিয়ম – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
দুর্নীতি একেবারেই নির্মূল করা সম্ভব না: ড. মোহাম্মদ আবদুল মোমেন
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী তৈয়বুর রহমান’কে আটক করেছে দুদক
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি যান্ত্রীকরণ প্রকল্পে অনিয়ম ও দূর্নীতি – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রকল্পে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দূর্নীতি – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
প্লট-ফ্ল্যাট দখল, প্রকল্পে অনিয়ম-দুর্নীতি; সিন্ডিকেট গড়ার অভিযোগে দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
সাবেক জেলা জজ ও দুদক কমিশনার জহুরুলের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা