সাবেক জেলা জজ ও দুদক কমিশনার জহুরুলের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

Picsart_24-11-06_15-33-52-021.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাবেক জেলা জজ ও দুদক কমিশনার জহুরুলের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিবেদনঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক প্রভাবশালী কমিশনার ও সাবেক জেলা জজ জহুরুল হকের পাসপোর্ট বাতিল এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ৭ (২) সি অনুচ্ছেদ অনুযায়ী জহুরুল হকের পাসপোর্ট বাতিলপূর্বক তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে তার বিরুদ্ধে প্লট ও আর্থিক অনিয়মসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট দুর্নীতি অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুদক। চলতি সপ্তাহে এ সংক্রান্ত নথি অনুমোদনের পর অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়।
সূত্র জানায়, জহুরুল হক জেলা জজ হিসেবে কর্মরত থাকাকালে বিডিআর বিদ্রোহ মামলার বিচারকাজে জড়িত ছিলেন। এ সময় তিনি বেশ কয়েকটি ফরমায়েশি রায় দেন বলে অভিযোগ রয়েছে। মূলত বিডিআর বিদ্রোহ মামলা অনুসন্ধানে অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনের সুপারিশের ভিত্তিতে জহুরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিডিআর মামলার বিচারকাজের সূত্র ধরে জহুরুল হক হাসিনা সরকারের সুনজরে পড়েন। পরে অবসরে গেলেও তাকে পুরস্কার হিসেবে দুদকের কমিশনার পদে বসানো হয়। দুদকে বসে হাসিনার বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তিনি বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। বিরোধী বিভিন্ন রাজনীতিক দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক দুর্নীতি অনুসন্ধান ও মামলা দায়েরে তিনি ছিলেন সিদ্ধহস্ত।

দুদক সংশ্লিষ্টরা বলছেন, জহুরুল নিজেকে সৎ দাবি করে বিভিন্ন সময় জ্বালাময়ী বক্তব্য দিলেও হাসিনা সরকার পতনের পর পরই থলের বিড়াল বেরিয়ে আসে। এ সময় আড়ালে থাকা তার প্লট কেলেঙ্কারি ফাঁস হয়। এতে দেখা যায়, রাজউক নতুন শহর (পূর্বাচল) প্রকল্পে জালিয়াতির মাধ্যমে তিনি নিজের এবং স্ত্রী মাসুমা বেগমের নামে একাধিক বহু মূল্যবান প্লট ভাগিয়ে নেন।

রাজউক জানায়, দুদকের প্রভাব খাটিয়ে তিনি সম্পূর্ণ বেআইনিভাবে ৫ কাঠার দুটি প্লট একত্রে ১০ কাঠায় রূপান্তর করেন। অথচ বিদ্যমান আইনে তার বা স্ত্রীর নামে রাজউকের আওতায় একটির বেশি প্লট পাওয়ার কোনো সুযোগ নেই। বর্তমান বাজারমূল্যে জহুরুল হকের প্লটের মূল্য ১০ কোটি টাকার বেশি।

আরও সংবাদ পড়ুন।

বিডিআর হত্যাকাণ্ডের আগামী (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও সংবাদ পড়ুন।

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও সংবাদ পড়ুন।

দুদকের সদ্যবিদায়ী কমিশনার জহুরুল হকের অনিয়ম ও দূর্নীতি!

আরও সংবাদ পড়ুন।

দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আরও সংবাদ পড়ুন।

দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেছেন

আরও সংবাদ পড়ুন।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স জনসচেতনতাই রুখবে দুর্নীতি – দুদক সচিব

আরও সংবাদ পড়ুন।

মোকাম্মেল হক দুদকের নতুন মহাপরিচালক

আরও সংবাদ পড়ুন।

ডুসার নতুন সভাপতি নাজমুচ্ছায়াদাত ও সম্পাদক জাহিদ কালাম

আরও সংবাদ পড়ুন।

খোরশেদা ইয়াসমীন দুদকের নতুন সচিব

আরও সংবাদ পড়ুন।

কৃষকের উন্নয়ন হলেই জনগণের প্রকৃত উন্নয়ন হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

আরও সংবাদ পড়ুন।

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

আরও সংবাদ পড়ুন।

কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না – স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও সংবাদ পড়ুন।

কারা অধিদপ্তরের প্রকল্প পরিদর্শনে – স্বরাষ্ট্র উপদেষ্টা 

আরও সংবাদ পড়ুন।

ফায়ার সার্ভিসকে সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top