রাজউকের ইমারতপরিদর্শক তৌফিকুজ্জামানের ১০ লক্ষ টাকা ঘুষ; সহযোগী অথরাইজড অফিসার মেহেদী হাসান

Picsart_25-03-17_12-14-56-048.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রাজউকের ইমারতপরিদর্শক তৌফিকুজ্জামানের ১০ লক্ষ টাকা ঘুষ গ্রহনের অভিযোগ করেন ভুক্তভোগীরা। ইমারতপরিদর্শক তৌফিকুজ্জামানের ঘুষ গ্রহনের সহযোগী অথরাইজড অফিসার মেহেদী হাসান।

সাগর চৌধুরীঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক জোন ৫/৩ এলাকার ইমারতপরিদর্শক তৌফিকুজ্জামান নকশা বহির্ভূত অবৈধ ভবন ম্যাজিস্ট্রেট কর্তৃক আংশিক ভেঙে পুনরায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। আর এই কাজে তাকে শেল্টার দিয়েছেন সিনিয়র কর্মকর্তা মেহেদী হাসান।

ইমারত পরিদর্শক তোফিকুজ্জামান আওয়ামীলীগ নেতার সুপারিশে রাজউকে ইমারত পরিদর্শক হিসেবে যোগদান করেন।

রাজউকে যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। সম্প্রতি ১৮ ফেব্রুয়ারিতে জোন ৫/৩ এর আওতাধীন পুরান ঢাকার বংশাল রাজউক এর আওতাধীন বেশ কয়েকটি নকশা বহির্ভূত অবৈধ ভবন ভেঙে ফেলা হয়।

নবাব কাটারা নিমতলী বংশাল রওশন নবাব টাওয়ার হোল্ডিং ৪১/১( যার নির্মাতা কোম্পানি ভিভো বিল্ডার্স লিমিটেড। এই অবৈধ ভবন আংশিক ভেঙে ছয় দিন পরে ১০ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে পুনরায় নির্বাণ কাজ সম্পন্ন করেন। তার দায়িত্বধীন এলাকার নির্মাণাধীন ভবনের ভুলত্রুটি বের করে মালিকদের কাছ থেকে ভাই ভীতি দেখিয়ে জিম্মি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেন এই ইমারত পরিদর্শক তৌফিকুজ্জামান।

শুধু তাই নয় অবৈধ ইমারত নির্মাণে সহযোগিতা করে দেওয়া এবং অকুপেশীসনদ পাওয়ার অযোগ্য ভবন গুলোতে অবৈধ ভাবে ভবন মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ভবনে রাজউকের অনুমোদন নেই। কিছু কিছু ভবন নির্মাণের তথ্যাদির বোর্ড থাকলেও পূর্ণাঙ্গ তথ্য অনেক ভবনে নেই। এবং যেটুকু জায়গাই ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে তা থেকে অনেক বৃদ্ধি করে ভবন নির্মাণ কাজ চলমান আছে। অনেক ভবনে নেই নিরাপদ বেষ্টনি। অথচ নির্মাণ হচ্ছে অনুমোদন ছাড়াই ভবন। মালিকদের কাছে বিভিন্ন সময় নোটিশ জারি করে ভবন মালিকদের কে ম্যাজিস্ট্রেট কর্তৃক ভবন ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়া নিচ্ছে এই ইমারত পরিদর্শক।

এমন অবস্থায় নির্দ্বিধায় অবৈধ ভাবে রাজউক নকশা বহির্ভূত বর্জিত অংশসহ ভবন নির্মাণ যা দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন সময় ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা।

ইমারত পরিদর্শক তৌফিকুজ্জামানকে টাকা গ্রহনে রাজউক জোন ৫/৩ অথরাইজড অফিসার মেহেদী হাসানও সহযোগীতা করেন।

বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনায় রাউউকের নতুন চেয়ারম্যান এর ভাবমূর্তি নেতিবাচক প্রভাব পড়ছে। ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না গ্রহন করলে রাউউকের নতুন চেয়ারম্যান এর ভাবমূর্তি নেতিবাচক হবে। যা পুরো রাজউকে এর নেতিবাচক প্রভাব পড়বে।

অভিযোগ বিষয়ে জানতে রাজউকের লোকাল অফিস ৫/৩ কাওরান বাজারে গেলে তাদের কথায় ভিন্নতা পাওয়া যায়। তবে, অথরাইজড অফিসার মেহেদী হাসান এমন ভাব ধরেন যে, সে জায়গা তিনি চেনেন না, কখনো গিয়েছেন তাও মনে পড়ে না। কিন্তু অভিযোগ সংশ্লিষ্টরা বলেছেন ঘুষের টাকার সিংহ ভাগ অথরাইজড অফিসার মেহেদী হাসান নিয়ে থাকেন।

আরও সংবাদ পড়ুন।

প্রকৌশলী রিয়াজুল ইসলাম রাজউকের নতুন চেয়ারম্যান

আরও সংবাদ পড়ুন।

হাউজিং প্রকল্পের কার্যক্রম – রাজউক চেয়ারম্যানসহ চারজনের প্রতি আদালত অবমাননার রুল

আরও সংবাদ পড়ুন।

নারী সহকর্মীকে ‘যৌন হয়রানি’, রাজউকের পরিচালক শেখ শাহীনুল ইসলামকে বরখাস্ত

আরও সংবাদ পড়ুন।

রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিককে পদাবনতি

আরও সংবাদ পড়ুন।

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আরও সংবাদ পড়ুন।

গুলশান, বনানী, দিলকুশা ও মহাখালীতে রাজউকের ৩৯টি বাড়ী দখলে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-০৪ -এর ইমারত পরিদর্শকের বিরুদ্বে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

রাজউকে দুর্নীতির সিন্ডিকেট গঠন; ঘুষের গ্রহন সহ একাধিক অভিযোগে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

রাজউকের অফিস সহকারী আব্দুর রউফের বিরুদ্ধে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

রাজউক কি কোটিপতি বানানোর কারখানা! অবৈধ কোটিপতি কারা!

আরও সংবাদ পড়ুন।

রাজউক তো আপদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top