আজ থেকে দুই মাস ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরা নিষিদ্ধ

Picsart_23-02-04_20-17-36-340.jpg

আজ থেকে দুই মাস ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করলে এক বছর থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দন্ডে দণ্ডিত হবে।

সাগর চৌধুরীঃ সারাদেশের ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ভোলা জেলার মেঘনা ও তেতুলিয়া সহ ৬টি নদী অঞ্চল শরিয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল, চাঁদপুর দুই মাস সব ধরণের মাছ ধরা বন্ধ থাকবে।  

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) রাত ১২টার পর থেকে আগামী মার্চ-এপ্রিল দুই মাস সব ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকাবে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। 

ভোলার বিভিন্ন উপজেলায় নিষেধাজ্ঞাকালীন সময় নৌকা ও জালের মেরামত কাজ সারতে অনেক জেলেই নিয়েছেন প্রস্তুতি। দুই মাসের নিষেধাজ্ঞা সময়ে জেলেরা পাবেন খাদ্য সহায়তার চাল। তবে সরকারি খাদ্য সহায়তা অপ্রতুল বলে দাবি জেলেদের। তাদের দাবী শুধু চাল দিয়ে সংসার চালানো যায়। শুধু চালের ভাত খেয়ে থাকা যায় না।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

অভয়াশ্রম বাস্তবায়নে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে ভোলা জেলা টাস্কফোর্স। 

এছাড়াও দুই মাস নিয়মিত জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযান পরিচালনা করবে।

এদিকে, অভয়াশ্রম বাস্তবায়নে নিবন্ধিত ৪০ হাজার জেলেকে চার কিস্তিতে ১৬০ কেজি করে চাল করে চাল দেওয়া হবে।

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়লে কমপক্ষে এক বছর থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দন্ডে দণ্ডিত হতে পারে।

আরও সংবাদ পড়ুন।

এ দেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে: এম সাখাওয়াত

আরও সংবাদ পড়ুন।

ভোলার মনপুরায় নৌ প‌রিবহন ও কর্মসংস্থান এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টাদের সফর

আরও সংবাদ পড়ুন।

ভোলায় প্রশাসন‌কে ম্যানেজ করে নির্বিচারে নিধন হ‌চ্ছে অ‌বৈধ গলদা, বাগদা রেনু

আরও সংবাদ পড়ুন।

ভোলায় দেশীয় পাঙ্গাসের পোনা রক্ষায় সংস্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়

আরও সংবাদ পড়ুন।

ভোলায় ইলিশ আহরণের জন্য ৩২ টি সুতার ইলিশ জাল বিতর করেন – সচিব মোহাং সেলিম উদ্দিন

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনের মেঘনা ও তেতুলিয়া নদীতে অবৈধ জালে সয়লাব; মৎস্য কর্মকর্তা ঘাট থেকে চাঁদা তোলে

আরও সংবাদ পড়ুন।

দৌলতখানের মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ১৫ জেলে আটক; ১ মাসের জেল প্রত্যেকের

আরও সংবাদ পড়ুন।

ভোলা জেলার দৌলতখানে ১৩ জেলেকে ১মাস করে জেল; ৬টি নৌকা ১ লক্ষ মিটার জব্দ

আরও সংবাদ পড়ুন।

ভোলার মনপুরা’র কলাতলীর চরে ৩০ টি বেহুন্দি জাল বিনষ্ট

আরও সংবাদ পড়ুন।

চরফ্যাশনে ৭৫টি নিষিদ্ধ বেহুন্দি জাল ধ্বংস করেছে – উপজেলা মৎস্য বিভাগ

আরও সংবাদ পড়ুন।

ভোলায় তাসরিফ-১ লঞ্চ থেকে ৯ হাজার কেজি মাছ জব্দ করেছে – কোস্টগার্ড

আরও সংবাদ পড়ুন।

৪লক্ষ টাকার জালে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কোস্ট গার্ড

আরও সংবাদ পড়ুন।

ভোলার মনপুরার ১ কোটি টাকার জাল পোড়ানো হয়।

আরও সংবাদ পড়ুন।

৭০ টি অবৈধ মশারি জাল, ৫০০ টি অবৈধ খুঁটি জাল, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে চলছে বাগদা ও গলদা রেনু পোনা বিক্রির মহাউৎসব

আরও সংবাদ পড়ুন।

ভোলায় ১৬ হাজার কেজি জাটকা জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top