ভোলার মনপুরায় নৌ প‌রিবহন ও কর্মসংস্থান এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টাদের সফর

Picsart_25-02-24_00-14-21-997.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ভোলা জেলা প্রতিনিধিঃ রোববার অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন ও দুর্গম দ্বীপ উপজেলা মনপুরায় সফর করেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং নৌ প‌রিবহন ও কর্মসংস্থান উপ‌দেষ্টা ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল (অব:) ড. এম সাখাওয়াত হো‌সেন রোববার এ উপজেলায় সফর করেন।

মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ঢালচরে জেলেদের সঙ্গে জেলে নিবন্ধন হালনাগাদ-সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, জেলের তালিকায় নারী মৎস্যজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রকৃত জে‌লে‌দের তথ্য নি‌য়ে স্বচ্ছভা‌বে জে‌লে নিবন্ধন করা হ‌বে। এ ক্ষে‌ত্রে কোন রাজ‌নৈ‌তিক প্রভাব কা‌জে আস‌বে না।

এছাড়াও আমরা বর্তমা‌নে চেষ্টা কর‌ছি নি‌ষেধাজ্ঞাকা‌লিন সম‌য়ে জে‌লে‌দের না‌মে বরাদ্দকৃত ২৫ কে‌জি চা‌লের প‌রিবর্তে ৪০ কে‌জি করা ও ৪০ কে‌জির প‌রিবর্তে ৫০ কে‌জি করা। চা‌লের সা‌থে ডাল ও তেল দেওয়ার দাবী জে‌লে‌দের ন‌্যার্য দাবী। আমরা সেই দাবী পূর‌ণের চেস্টা কর‌বো।

তিনি আরও বলেন, অবরোধকালিন সময়ে যেন ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে অবৈধভাবে মাছ ধরতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। এবং অবৈধ মাছ শিকার রোধে ভারতের সাথে মিলিয়ে আমাদের নিষেধাজ্ঞা সময় নির্ধারণ করা হবে।

এদিকে, নৌ প‌রিবহন ও কর্মসংস্থান উপ‌দেষ্টা ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল (অব:) ড. এম সাখাওয়াত হো‌সেন ব‌লে‌ছেন, জলদস্যুদের বিরু‌দ্ধে ক‌ঠোর ব্যবস্থা ও দ্রুত গ্রেফতা‌রের জন্য পু‌লিশ‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিআরডিবি অফিসার মাহতাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রা‌খেন, বাংলা‌দেশ মৎস্য উন্নয়ন ক‌র্পো‌রেশ‌নের অ‌তি‌রিক্ত স‌চিব সুরাইয়ার আখতার জাহান, ব‌রিশালে মৎস্য অ‌ধিদপ্ত‌রের উপ প‌রিচালক নৃ‌পেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী ।

এই উপজেলার নতুন তালিকাভুক্ত জেলেদের মাঝে জেলেকার্ড বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পুরুষ জেলেদের পাশাপাশি নারী জেলেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টাগন চরফ্যাশন উপজেলার কুকরি মুকরি চরের উদ্দেশ্যে যাত্রা করেন।

চরফ্যাশন উপজেলার চর কুকরিমুকরিতে পৌঁছান। চর কুকরিমুকরিতে উপদেষ্টাগন নবনির্মিত লাইট হাউজ পরিদর্শন করেন।

এই সময় উপদেষ্টাগনের সঙ্গে ছিলেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও সমাজের সর্বস্তরের সাধারণ জনগন।

আরও সংবাদ পড়ুন।

ভোলার মনপুরা উপজেলায় ভূমি সচিব মোস্তাফিজুর রহমান এর সফর

আরও সংবাদ পড়ুন।

মনপুরায় কৃষকদের জমি কেটে অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ; মানববন্ধন স্থানীয়দের

আরও সংবাদ পড়ুন।

মনপুরায় শিক্ষক হোসেন হাত ভেঙ্গে দিলেন কৃষকের; থানায় মামলা

আরও সংবাদ পড়ুন।

অগ্নিকান্ডে ভোলার মনপুরায় ৭টি দোকান পুড়ে গেছে

আরও সংবাদ পড়ুন।

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

আরও সংবাদ পড়ুন।

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

আরও সংবাদ পড়ুন।

চরফ্যাশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যানারে বাংলা বানান ভুল; দেখার কেউ নেই

আরও সংবাদ পড়ুন।

চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের অর্থ আত্মসাৎ করার অভিযোগ

আরও সংবাদ পড়ুন।

ভোলায় বই বিতরণ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে

আরও সংবাদ পড়ুন।

ভোলার মনপুরার ১ কোটি টাকার জাল পোড়ানো হয়।

আরও সংবাদ পড়ুন।

ভোলায় প্রশাসন‌কে ম্যানেজ করে নির্বিচারে নিধন হ‌চ্ছে অ‌বৈধ গলদা, বাগদা রেনু

আরও সংবাদ পড়ুন।

ভোলা ও বরিশাল সহ সব জেলা প্রশাসকদের প্রত্যাহারের সিদ্ধান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top