চরফ্যাশনে ৪লক্ষ টাকার জালে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কোস্ট গার্ড।
চরফ্যাসন প্রতিনিধিঃ মৎস্য সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে উপজেলার মৎস্য অফিসার মারুফ হোসেন মিনালের নিদেশে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল মজিদ এর নেতৃত্বে কোষ্টগার্ড বাহিনী (৬ ডিসেম্বর ) রবিবার সকাল থেকে দুপুর পযন্ত মেঘনা ও বুড়াগৌরাঙ্গ নদীর চর হাছিনা , খেজুর গাছিয়া, আট কপাটসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২o হাজার মিটার পাইজাল, ১o হাজার মিটির চর ঘেরা, ৩ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছেন।পরে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আটককৃত ২o হাজার মিটার পাইজাল, ১o হাজার মিটির চর ঘেরা, ৩ হাজার মিটার কারেন্ট জাল চর কচ্ছপিয়া কোস্টগার্ড অফিসের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। যার অনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল মজিদ জানান, মেঘনা ও বুড়া গৌরাঙ্গ নদীতে অভিযান পরিচালনাকালে নদী থেকে ২o হাজার মিটার পাইজাল, ১o হাজার মিটির চর ঘেরা, ৩ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়।