বাংলাদেশ সরকারের মৎস্য আইন অমান্য করে; মেঘনা নদীতে অবৈধভাবে মৎস্য আহরন করা, অবৈধভাবে নদীতে অবৈধ জাল স্থায়ী খুটি বসানোর অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সাগর চৌধুরীঃ আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী ২০২৪) ভোলা জেলার দৌলতখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন মেঘনা নদীতে এক অভিযান পরিচালনা করে ১৩ জন জেলেকে আটক করেন, একই সাথে ছোট বড় ৬টি নৌকা ও ১ লক্ষ মিটার বিভিন্ন ধরনের জাল জব্দ করেন।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান ১৩ জন জেলেকে ১মাস করে জেল দিয়েছেন।
তিনি গণমাধ্যমে নিশ্চিত করেন, মৎস্য আইন ১৯৫০ এর ৫ ধারা এবং দণ্ডবিধির ১৮৮ ধারায় আজকের আদালত পরিচালনা করা হয়েছে।
দৌলতখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন বলেন, মেঘনা নদী থেকে আটককৃত বিভিন্ন ধরনের জাল উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পুরিয়ে ধ্বংস করা হয়েছে।
বিপুল পরিমাণ অবৈধ খুটি; জ্বালানি হিসাবে ব্যাবহার করার জন্য নিলাম ডেকে নগদ বিক্রি করা হয়। একই সাথে ছোট বড় ৬টি নৌকা স্থানীয় মৎস্য প্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে। দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান এর নির্দেশনায় নিলাম ডেকে বিক্রি করা হবে।
আজকের অভিযানে দৌলখান উপজেলা প্রশাসন, দৌলখান থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া ও তার সঙ্গীয় পুলিশ সদস্যগণ, দৌলখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মচারীগণ সার্বিক সহযোগিতা করেন।
ভিডিও দেখুন
আরও সংবাদ পড়ুন।
দৌলতখানে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৭ জেলের জরিমানা ও ৯টি নৌকা জব্দ
আরও সংবাদ পড়ুন।
দৌলতখানে প্রাকৃতিক দুর্যোগে নিহত জেলে পরিবারের মাঝে আর্থিক প্রণোদনার চেক ও গরু বিতরন
আরও সংবাদ পড়ুন।