দৌলতখানে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৭ জেলের জরিমানা ও ৯টি নৌকা জব্দ

Picsart_24-01-21_12-30-41-722-scaled.jpg

দৌলতখানে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৭ জেলের জরিমানা ও ৯টি নৌকা জব্দ

সাগর চৌধুরীঃ আজ রবিবার (২১ জানুয়ারি ২০২৪) বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর সিমানা বর্তী সালাউদ্দিনের চর, এছাকমোড়, সরাজগঞ্জ মাছ ঘাট,পক্ষিয়া ইউনিয়নের ইকো পার্ক সংলগ্ন মশারী জাল, খুটি জাল, চরগেরা জাল আটক করে, দৌলতখান উপজেলার
সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন।

আজকের অভিযানে ছোট ৩টি নৌকা ও বড় নৌকা ৭টি আটক করা হয়।

অবৈধ জাল ১লক্ষ মিটার, মাছ ৩০ কেজি নৌকা ১০টি, বিপুল পরিমাণ খুটি জব্দ করে প্রশাসন।

মৎস্য আইনে ১৯৫০, ৩ (ক) এর অ ধারা ভঙ্গের ৫ এর ১ ধারায় আজকের অভিযান পরিচালনা করা হয়। প্রত্যেক জেলের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে, দুই জন অপ্রাপ্ত বয়স্ক বলে মুচলেকা নেওয়া হয়।

আজকের মোবাইল কোর্ট পরিচালনা করেন, দৌলতখান উপজেলার এসি ল্যান্ড মুন্নী ইসলাম।

ভিডিও চিত্র দেখুন।

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

৭০ টি অবৈধ মশারি জাল, ৫০০ টি অবৈধ খুঁটি জাল, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

আরও সংবাদ পড়ুন।

ভোলায় মেঘনা ও তেতুলিয়া নদীতে অবৈধ মাছ ধরছে; প্রশাসন নিবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top