দৌলতখানে প্রাকৃতিক দুর্যোগে নিহত জেলে পরিবারের মাঝে আর্থিক প্রণোদনার চেক ও গরু বিতরন
সাগর চৌধুরীঃ ভোলা জেলার দৌলতখান উপজেলায় নদী-সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে নিহত জেলে পরিবারের মাঝে আর্থিক প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার (১৮জুন২০২৩) দুপুরে উপজেলার চরপাতা ইউনিয়নের ডাকাতিয়া স্কুল মাঠে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।
দৌলতখান উপজেলা মৎস্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজকে নিহত ৫ জন জেলে পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে আড়াই লাখ টাকা ও স্থায়ী অক্ষম একজন জেলেকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহফুজুল হাসনাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই।
একই সাথে আলী আজম মুকুল এমপি একইস্থানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অসহায় জেলেদের মাঝে ১২টি বকনা বাছুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
আরও সংবাদ পড়ুন।