চরফ্যাশনে তারাবি নামাজ পড়তে আসা শিশু বলৎকারের অভিযুক্ত।
চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে তারাবি নামাজ পড়তে আসা চতুর্থ শ্রেণির এক শিশু বলৎকারের শিকার হয়েছে। ১৪ মার্চ শুক্রবার রাতে চরফ্যাশন উপজেলার খাস মহল জামে মসজিদের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অসুস্থ শিশুটি বর্তমানে ভোলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খাসমহল মসজিদের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার তারাবির নামাজের সময় পাঞ্জাবি টুপি পরা এক যুবক ১০ বছর বয়সী এক শিশুকে নিয়ে খাস মহল জামে মসজিদের সামনে ঘুরছিল। পরে শিশুটিসহ ওই ব্যক্তি মসজিদের ভেতরে ঢোকে। এর পরই শিশুটিকে মসজিদের তিন তলায় নিয়ে যায় পাঞ্জাবি টুপি পরা ওই যুবক। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, রাত ৮টা ২৮ মিনিটের সময় শিশুটি মসজিদ থেকে তার পরনে থাকা পাঞ্জাবি টুপি হাতে নিয়ে মসজিদ থেকে দৌড়ে বের বের হচ্ছে।
শিশুটির পরিবার জানায়, শুক্রবার রাতে তারাবির নামাজ পড়তে আলিয়া মাদরাসা মসজিদে যায় ১০ বছর বয়সের মাদ্রাসা পড়ুয়া শিশু। সেখানে তার মামাতো ভাইকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরছিল সে। পথে এক ব্যক্তি তাকে মোটর সাইকেলে ঘুরানোর কথা বলে নিয়ে যায়। মাদরাসার মাঠ ও হেলিপ্যাড এলাকায় ঘুরানো শেষে কৌশলে শিশুটিকে খাস মহল জামে মসজিদের তিন তলায় নিয়ে বলৎকার করে।
চরফ্যাসন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও সংবাদ পড়ুন।
চরফ্যাশন উপজেলা সাব রেজিস্ট্রার ও এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ভোলার মনপুরায় নৌ পরিবহন ও কর্মসংস্থান এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টাদের সফর
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ভিকটিমকে নির্যাতনের অভিযোগ উঠেছে ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এর বিরুদ্ধে
আরও সংবাদ পড়ুন।
ভোলায় বিচারপ্রার্থীদের জন্য বিশ্রমাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের অর্থ আত্মসাৎ করার অভিযোগ
আরও সংবাদ পড়ুন।
চরফ্যাশনে ৭৫টি নিষিদ্ধ বেহুন্দি জাল ধ্বংস করেছে – উপজেলা মৎস্য বিভাগ
আরও সংবাদ পড়ুন।