আজ সোমবার (১লা জানুয়ারি ২০২৪) চরফ্যাশন উপজেলা সাব রেজিস্ট্রার ও এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দলিল রেজিস্ট্রেশনে ঘুস দাবীর অভিযোগে দুদকের অভিযান পরিচালনা করা হয়।
সাগর চৌধুরীঃ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সাব রেজিস্ট্রার ও এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দলিল রেজিস্ট্রেশনে ঘুস দাবীর অভিযোগের প্রেক্ষিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। বরিশাল থেকে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
আজকের অভিযানকালে জানা যায় , অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিগত ২ জানুয়ারি ২০২১ সালে সাব রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসে যোগদান করেন।
তিনি উক্ত অফিসে অতিরিক্ত কর্মকর্তা হিসেবে ২ সপ্তাহ কর্মরত ছিলেন।
শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসে তার কর্মকালীন সময়ে মোট ১৪৭ টি দলিলের রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পাদিত হয়।
অভিযানকালে উক্ত দলিল সংশ্লিষ্ট তথ্যাদি/রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংশ্লিষ্ট তথ্য/ রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক অভিযোগের সত্যতা নির্ণয়ান্তে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
ভোলা জেলা রেজিস্ট্রার আনিসুর রহমানের বক্তব্য জানতে চাইলেও যোগাযোগ করে বক্তব্য জানা যায় নি।
আরও সংবাদ পড়ুন।
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুর্নীতি, অনিয়ম ও ঘুষের অভিযোগে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
টাংগাইলের ভূঞাপুর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ – দুদকের অভিযান