টাংগাইলের ভূঞাপুর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ – দুদকের অভিযান

Picsart_23-08-21_13-22-34-968.jpg

টাংগাইলের ভূঞাপুর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ – দুদকের অভিযান

সাগর চৌধুরীঃ সাব-রেজিস্ট্রার,ভূঞাপুর,টাংগাইল এর বিরুদ্ধে পাওয়ার অব এটর্নি দলিল করতে ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, টাঙ্গাইল হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

পরিদর্শন কালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র এবং অভিযোগ সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনায় দেখা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট দলিলটি কমিশনের জন্য আবেদন করা হয়নি। অভিযোগকারী ভূঞাপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবীশকে ঘুষ প্রদান করেন মর্মে জানান তবে এই ব্যাপারে তিনি দালিলিক বা মৌখিক কোনো প্রমাণ দাখিল করতে পারেন নি।

এ বিষয়ে সাব-রেজিষ্ট্রার জানান, দলিল নাম্বারিং করার সময় ভুলবশত তৎকালীন অফিস সহায়ক একটু কাটাকাটি করে ফেলে তবে টাকা লেনদেনের বিষয়ে তিনি অবগত নন।

দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক সংবাদ নিশ্চিত করেছেন।

জানতে চাইলে, ঢাকা বিভাগের রেজিস্ট্রি অফিস সমূহের পরিদর্শক খন্দকার হুমায়ুন কবীর বলেন, আমি ইতোমধ্যে ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। জেলা রেজিস্ট্রারের সাথে আমার কথা হয়েছে। নকল নবিশকে প্রত্যাহার করা হয়েছে। অফিস সহকারীকে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও তদন্তে যদি অন্য কাউকে ঘটনার সাথে জড়িত থাকার প্রমান মিলে তবে, তাদের বিরুদ্ধেও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *