পাবনা সদর সাব-রেজিস্টারের বিরুদ্ধে ঘুষ দাবী – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ পাবনা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সাব-রেজিস্টারের বিরুদ্ধে গ্রাহক দলিল সম্পাদনে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা হতে (আজ সোমবার ০৫ ডিসেম্বর ২০২২) ৩ সদস্যের একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
এছাড়া অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য এনফোর্সমেন্ট টিম বিভিন্ন সেবা গ্রহীতাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের হয়রানির বিষয় সম্পর্কে অবগত হয়।
তবে, পাবনা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সাব-রেজিস্টারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি এর আগের কর্মক্ষেত্রেও ঘুষ গ্রহনের দায়ে হেনস্তার শিকার হয়েছেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান, এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবে এনফোর্সমেন্ট টিম।