লক্ষ্মীপুরের রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ দাবির অভিযোগে দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ আজ বৃহস্পতিবার (৩০মার্চ২০২৩) সাব- রেজিস্ট্রি অফিস, রায়পুর, লক্ষ্মীপুর এর বিরুদ্ধে গ্রাহকের দলিল রেজিস্ট্রি বাবদ কর্মকর্তাদের নামে ঘুষ দাবির অভিযোগে দুদক, চাঁদপুর জেলা কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে নৈশ প্রহরী কাম ঝাড়ুদাড়ের গতিবিধি লক্ষ্য করে। অভিযুক্ত ব্যক্তিকে অফিস কক্ষে বসে দলিল করতে আসা দাতা গ্রহীতার সাথে আলোচনারত অবস্থায় দেখা যায়।
এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জানান, দীর্ঘদিন এই অফিসে কর্মরত থাকার কারনে দলিলসংক্রান্ত বিষয়ে সেবাগ্রহীতা ও সাবরেজিস্ট্রার কে সহযোগিতা করে থাকেন।
দুদক টিম তার মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তিদের সাথে অবৈধ লেনদেনের ও যোগাযোগ তথ্য পাওয়া যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট সাব-রেজিস্টার কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারননি।
তিনি কর্মচারীদের মধ্যে দায়িত্ব পুন:বন্টন করে কাজে নিয়োজিত রাখবেন মর্মে অঙ্গীকার করেন।
পরবর্তীতে টিম জেলা রেজিস্টারকে প্রাপ্ত তথ্য সম্পর্কে অবহিত করে।
আরও সংবাদ পড়ুন।
দিনাজপুরের ফুলবাড়ী সাব-রেজিস্ট্রার ও কর্মচারীদের ঘুষ দাবির অভিযোগে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
নওগাঁ’র মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ দাবির অভিযোগে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
সাব রেজিস্ট্রার মোসারফ হোসেন চৌধুরী ও তার স্ত্রী মারজাহান’র বিরুদ্ধে দুদকে মামলা