বোরহানউদ্দিনে জমিজমা জের ধরে দিনে দুপুরে বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ
মাসুদ রানা: ভোলা বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আফাজ উদ্দিন বাড়ির জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসত ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটায়। হাফেজ উদ্দিনগংরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবারে ৯/৪/২২।কাচিয়া ইউনিয়নে জলিল নামের এক ব্যক্তির কাছ থেকে ১২ শতাংশ জমি ক্রয় করেন মোঃ জাহাঙ্গীর হোসেন, সেই ক্রয় করা সেই জমিতে বসত বাড়ী করে থাকেন মোঃ জাহাঙ্গীর হোসেন সেখানে তার পরিবার নিয়ে দীর্ঘদিন বসত করে আচ্ছেন জাহাঙ্গীর হোসেন বলেন,আমার ঘরের পিছনের মোঃ জলিল নামক এক ব্যক্তির জমি দীর্ঘদিন যাবৎ দখল করে আখ চাষসহ অন্য ফসল করে যাচ্ছেন মোঃ হাফেজ উদ্দিনরা এমনকি জমিনের কাগজপত্র নকল করায় জেল ও খেটেছেন। এখনও জোর দখল করে। খেয়ে যাচ্ছেন তার জমিনের সামনে আমার বাড়ি থাকায় বিভিন্ন ভাবে আমাকে রাস্তার জমি দিতে বলেন হাফিজউদ্দিন গংরা আমি জমি না দেওয়া আমাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করে যাচ্ছেন।
মোঃ হাফেজউদ্দিন সেই সুবাদে গত শনিবারে। প্রথমে আমার এখানে আসে আমার স্ত্রী সাথে কথার কাটাকাটি হয় হাফেজ উদ্দিন ও তার ছেলে মোঃ শাহিন সহ তাদের পরিবারের সবার সাথে।
পরবর্তী আমার স্ত্রী আমার মেয়ে ও আমার শালির মেয়ে যাহার বয়স মাত্র ৯ বছর তাদেকে মারধর করার জন্য হাফেজ উদ্দিন গংরা লাঠিসহ দেশি ও অস্র নিয়ে মারধর করতে আসলে আমার পরিবারের সবাই ভয়ে ঘরে গিয়ে সব বন্ধ করে দেয়। পরবর্তীতে হাফেজউদ্দিন গংরা চলে গেলে আমার স্ত্রী আমার শালির মেয়েকে রেখে বাড়ির পাশে যায়। জাহাঙ্গীরের শালির মেয়ে জেরিন আক্তার (৯) নামক তিনি বলেন, তারা চলে গেল আমার খালা বাড়ি পাশে যায়, তখন হাফেজউদ্দিনের ছেলে মোঃ শাহিন আনুমানিক ৪ টার দিকে এসে আমার খালার ঘরে আগুন ধরিয়ে দেয়। আমি দেখে চিৎকার করলে আমার খালা এসে দেখে ঘরে আগুন জ্বলে পরবরর্তীতে অনেক চেষ্টা করে আগুন নিবানোর জন্য কিন্তু আগুন নিবাতে দেরি হওয়ায় বসত ঘরটি পুলে যায়। জাহাঙ্গীর বলেন, এই বিষয়ে আমি বোরহানউদ্দিন থানার সাধারণত ডাইরি করেছি। এই বিষয়ে হাফেজউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি আগুন লাগানোর বিষয়টি অস্বীকার করেন ।
এই বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, হাফেজউদ্দিন বিভিন্ন ভাবে জাহাঙ্গীর হোসেনদেরকে হুমকি দিয়ে আসতেছে এমনকি আমাদেরকে ও বলেছেন সে তাদেরকে মেরে ফেলবে এবং তার বসত ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে।
এই বিষয়ে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ মেজবাহ উদ্দিন জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।