দুপুররোদ – শাহানা সিরাজী
দুপুরের কড়া রোদে পুড়ে গেলাম
কোথাও জল পেলাম না
জলাধার একাই রোদবুকে
ঝিম মেরে শুয়ে আছে
উঁহু, অপেক্ষা করো আজ বৃষ্টির সম্ভাবনা আছে!
আপাতত পুড়তে থাকো
রোদের তেজস্বী চোখে কাজল পরো
রোদের লকলকে শিখায় হাত রাখো
রোদের নিরলস হাসির সাথে হেসে ওঠো
প্রয়োজনে গ্লাসভর্তি রোদ ফ্রিজে তুলে রাখো
অস্থিরতা বাড়লেও পানের সুবিধা নিও না
তাতে ভষ্ম হয়ে যেতে পারো
বৃক্ষের মতো স্থানু হও
শেকড় হয়ে যাক পায়ের পাতা
পল্লবিত করো জলাধারের কূল
প্রস্ফুটিত করো কাণ্ডের গৌরব
রোদ ছাড়া সৃষ্টি নেই
সৃষ্টির আনন্দে রোদকে আগলে রাখো
হাতের মুঠোয়
অথবা গাঢ় শ্বাসে….
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সিগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।