অবসরে গেলেন যুব-ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন সহ দুই যুগ্মসচিব
বিশেষ প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এছাড়াও যুগ্মসচিব পদমর্যাদার দুই কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের ৫৯ বছর বয়স পূর্তিতে ১ জানুয়ারি থেকে অবসর প্রদান করা হলো।
মেজবাহ উদ্দিন এবছরের ১২ জানুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে ১৯৯৩ সালে যোগদান করেন। মেজবাহ উদ্দিনের গ্রামের বাড়ি ভোলায়। কিশোরগঞ্জ জেলায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি জেলা প্রশাসক হিসেবে খুলনা জেলায় দুই বছর এবং চট্টগ্রাম জেলায় তিন বছর সাফল্য ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
২০১৬ সালে দেশের ‘সেরা জেলা প্রশাসক’ নির্বাচিত হন। যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে প্রায় পাঁচ বছর কর্মরত ছিলেন।
এছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মৃত্যুঞ্জয় সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ১৪ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বিধি অনুযায়ী তিনি অবসরকালীন সুবিধাদি পাবেন।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) আবু সাঈদ চৌধুরীকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ২ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদানের তথ্য জানানো হয় এক প্রজ্ঞাপনে।
এতে আরও বলা হয়, বিধি অনুযায়ী তিনি অবসরকালীন সুবিধাদি পাবেন।